শনিবার, ১১ জুন ২০১৬
পৃথিবীর সর্ববৃহৎ উভচর বিমান তৈরী করছে চীন
Home Page » এক্সক্লুসিভ » পৃথিবীর সর্ববৃহৎ উভচর বিমান তৈরী করছে চীনবঙ্গ-নিউজঃ
পৃথিবীর সর্ববৃহৎ উভচর বিমান তৈরী করছে চীনের এভিয়েশন ইন্ডাষ্ট্রি কর্পোরেশন অফ চায়না। এজি-৬০০ নামের এ বিমানটিকে একটি উড়ন্ত নৌকা বা “ফ্লাইং বোট”ও বলা হচ্ছে। এটি প্রধানতঃ অগ্নিনির্বাপন এবং সমূদ্রে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার কাজে ব্যবহার করা হবে। তাছাড়া এটি দক্ষিণ চীন সাগরের মত বিরোধপূর্ণ এলাকায় কৌশলগত প্রয়োজনেও ব্যবহার করা যাবে।
বিামনটি নির্মানের কাজ শেষের পথে এবং কিছু দিনের মধ্যেই এটি প্রথম বারের মত আকাশে উড়বে।
এজি-৬০০ বিমানটি ৫৩.৫ মেট্রিক টন (৫৩ হাজার ৫০০ কেজি) ওজন ধারণ / বহণ ক্ষমতাসম্পন্ন। এটির পাল্লা ৫০০০ কিলোমিটার বা ৩১০০ মাইল। এর দৈর্ঘ্য ৪০ মিটার বা ১৩০ ফুট এবং এর পাখার বিস্তৃতিও ৪০ মিটার বা ১৩০ ফুট। বিমানটি চারটি টারবো-প্রপ ইঞ্জিনের সহায়তায় চলে।
অগ্নিনির্বাপন কাজে এটি একবারে ১২ টন পানি ফেলতে পারবে এবং উদ্ধার কাজে ৫০ জন মানুষ বহণ করতে পারবে।
AG 600 aircraftবিমানটির প্রথম উড্ডয়ন ২০১৫ সালেই হবার কথা ছিল, কিন্তু নানা করনে সেটি পিছিয়ে দেয়া হয়। বিমানরে পিছনের অংশের সংযোজনের কাজ ২০১৫ সালেই শেষ হয়েছে। বর্তমানে বিমানের দেহের সামনের অংশ সংযোজনের কাজ চলছে।
নির্মাতা কোম্পানী জানিয়েছে দ্বীপ প্রধান রাষ্ট্রগুলোতে এ বিমানের চাহিদা ও বিক্রির সম্ভাবনা থাকবে। এরই মধ্যে নিউজিল্যাণ্ড এবং মালয়েশিয়া এটি ক্রয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ১০:১৯:৩৪ ৪৫২ বার পঠিত