শুক্রবার, ১০ জুন ২০১৬

ঝিনাইদহে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কন্যাশিশু

Home Page » জাতীয় » ঝিনাইদহে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কন্যাশিশু
শুক্রবার, ১০ জুন ২০১৬



1465561155.jpgবঙ্গ-নিউজঃ ঝিনাইদহের কালীগঞ্জে পঞ্চমশ্রেণি পড়ুয়া এক কন্যাশিশুকে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা করলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা।

শুক্রবার সকালে উপজেলার ছোট ভাটপাড়া গ্রামের মৃত সন্তোস দাসের বাড়ি থেকে বিথিকা দাস নামে ওই শিশুটিকে উদ্ধার করে উপজেলায় আনা হয়। পরে তাকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, উপজেলার ছোট ভাটপাড়া গ্রামে পঞ্চম শ্রেণি পড়ুয়া বিথিকা দাস নামে এক ছাত্রীকে তার বড় বোন বিবাহের আয়োজন করছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে আনা হয়। এরপর তাকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার লেখাপড়ার জন্য তাৎক্ষণিক ১ হাজার টাকা ও ড্রেস তৈরির ব্যবস্থা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ মহিলা কাবের সভাপতি ফারহানা আরজু, সদস্য সাকিলা পারভীন, মানববাধিকার কর্মী শিবুপদ বিশ্বাস, সাংবাদিক মোমিনুর রহমান মন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:০৯   ৪৮৯ বার পঠিত