শুক্রবার, ১০ জুন ২০১৬

বেইলি রোডের ছয় খাবার দোকানকে জরিমানা

Home Page » জাতীয় » বেইলি রোডের ছয় খাবার দোকানকে জরিমানা
শুক্রবার, ১০ জুন ২০১৬



11_iftarmarket_bailyroad_ta_080616_0020.jpgবঙ্গ-নিউজঃ রাজধানীর বেইলি রোডের ছয়টি খাবার দোকানে অভিযান চালিয়ে নিম্নমানের খাবার ও পঁচা মাংস রাখার অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড ও ছয় লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার র‌্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ও বিএসটিআই’র কর্মকর্তা ফরহাদ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এতে বলা হয়, অভিযানের সময় বেইলি রোডের ‘লিনচিন রেস্টুরেন্ট’ গিয়ে একটি অকার্যকর ফ্রিজে নয় মাস আগে রাখা প্রায় ৪০ কেজি মাংস দেখা যায়, যার অধিকাংশই পঁচা ও দুর্গন্ধ ছড়াচ্ছিল।

তাছাড়া বেশ কয়েকটি মাংসের পাত্রে মৃত তেলাপোকাসহ কিছু পোকামাকড় পাওয়া যায়।

এসব খাবার রাখার অপরাধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সবুজ মিয়াকে (২৬) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মালিককে দুই লাখ টাকা জরিমানা করে করা হয়।

এছাড়া একই এলাকায় ‘রেডকোর্ট চাইনিজ রেস্টুরেন্টে’ মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাবার পুনরায় প্রক্রিয়াজাত করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং অকার্যকর ফ্রিজে খাবার সংরক্ষণের অপরাধে ‘বোমারস ক্যাফে’কে ৫০ হাজার টাকা, একই ধরনের অপরাধে ‘নবাবী ভোজ রেস্টুরেন্ট’কে এক লাখ টাকা, ‘গোল্ডেন ফুড’কে ৫০ হাজার টাকা এবং ‘হক রেস্টুরেন্ট’কে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ১৪:১৭:০২   ৪১৪ বার পঠিত