শুক্রবার, ১০ জুন ২০১৬
সমাজসেবায় এক লক্ষ মুরগি দান করবেন বিল গেটস
Home Page » প্রথমপাতা » সমাজসেবায় এক লক্ষ মুরগি দান করবেন বিল গেটসবঙ্গ-নিউজঃ মাইক্রোসফটের মালিক বিলিওনেয়ার বিল গেটস্ একজন জনহিতৈষীও বটে। এবার দরিদ্র মানুষের সাহায্যে তিনি এক লক্ষ মুরগি দান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
বিল গেটস বলেন, মুরগীর দ্রুত বংশবৃদ্ধি ঘটে। আর তাই বিনিয়োগ হিসেবে মুরগি খুবই ভাল। বিল গেটস বিশেষ করে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে মুরগি প্রতিপালনের হার ৫% থেকে ৩০% পর্যন্ত বাড়াতে চাইছেন।
বিল গেটসের মতে, একজন নারী বছরের শুরুতে ১০টি মুরগি দিয়ে বিনিয়োগ শুরু করলে বছর শেষে ১০০০ ডলার পরিমান অর্থ আয় করা সম্ভব
মুরগি প্রতিপালনের সাহায্যে দরিদ্র পরিবারগুলোর খুব দ্রুত ভাগ্য পরিবর্তন ঘটাতে এবং পরিবারের মধ্যে নারীর অবস্থান আরো দৃঢ় করতে তিনি এই এতো সংখ্য মুরগী দান করতে চান।
বাংলাদেশ সময়: ০:৩০:৪১ ৪০৫ বার পঠিত