বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬

পটিয়ায় বেড়িবাঁধ ভেঙে ১০ হাজার মানুষ পানিবন্দি

Home Page » আজকের সকল পত্রিকা » পটিয়ায় বেড়িবাঁধ ভেঙে ১০ হাজার মানুষ পানিবন্দি
বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬



পটিয়ায় বেড়িবাঁধ ভেঙে ১০ হাজার মানুষ পানিবন্দি

বঙ্গ-নিউজ: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে কর্ণফুলী নদীর পাড়ে ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে গতকাল বুধবার জোয়ারের পানি প্রবেশ করে উপজেলার জুলধা ইউনিয়নে ডাঙ্গারচর এলাকার রাস্তাঘাট ঘরবাড়ি জলমগ্ন হয়ে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

প্রশাসন থেকে এ পর্যন্ত আট মেট্রিক টন চাল বরাদ্দ দিলেও তা এখনো জনগণ পায়নি। অভিযোগ উঠেছে- এলাকার প্রায় আটটি ইটভাটার মালিকরা কর্ণফুলী নদীর বেড়িবাঁধের উভয় পাশের মাটি ব্যবহার করার কারণে পাশে বড়বড় গর্ত হয়ে পুকুরে পরিণত হয়েছে। এর ফলে বাঁধের গোড়ার মাটি সরে যাওয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বেঁড়িবাধের বেশিরভাগ অংশ ভেঙে যায়। এতে প্রায় ১ হাজারের বেশি পরিবারসহ শত শত পুকুর ও পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্ত হয়।

গতকাল নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রফিক আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা পানিমগ্ন এলাকা পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্তরা এসময় দ্রুত বেড়িবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম জেলা প্রশাসক ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩:০৪:১১   ৪১৬ বার পঠিত