বুধবার, ৮ জুন ২০১৬
পোশাক কারখানার টাকা ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৪
Home Page » আজকের সকল পত্রিকা » পোশাক কারখানার টাকা ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৪বঙ্গ-নিউজ: গাজীপুরের কোনাবাড়িতে গ্রিন লাইন পোশাক কারখানার শ্রমিকদের বেতনের জন্য উত্তোলনকৃত ৪৮ লাখ ৯২ হাজার পাঁচ শ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, কারখানার ম্যানেজার আডমিন নূর মোহাম্মদ রুহল কুদ্দুস (৪০), হিসাবরক্ষক লিটন সাহা (৪২), স্টোর কিপার রতন চন্দ্র শীল (২৬) ও মাইক্রোবাসের চালক মুজিবুর রহমান। এর আগে মঙ্গলবার রাতে কারখানার উপ মহা-ব্যবস্থাপক মৃত্যুজয় কুমার চক্রবর্তী বাদী হয়ে একটি মামলা করেন।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ক্ষণে ক্ষণে একেক রকম জবাব দেয়। যা সন্দেহজনক। এমনকি তারা বেতনের টাকা উত্তোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি বলেও জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে। তাই তাদের গ্রেপ্তার করা হয়। কোনাবাড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টার দিকে আইএফআইসি ব্যাংকের কোনাবাড়ি শাখা থেকে গ্রিন লাইন পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতনের জন্য ৪৮ লক্ষ ৯২ হাজার পাঁচ শ টাকা উত্তোলন করা হয়। এসব টাকা মাইক্রোবাসে করে কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। কোনাবাড়ি পারিজাত আমতলি এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়/সাতজন দুর্বৃত্ত মাইক্রোবাসটির গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে মাইক্রোবাসে থাকা লোকজনের কাছ থেকে ওই টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করে
বাংলাদেশ সময়: ১২:৫০:১২ ৩৭৩ বার পঠিত