শনিবার, ১ জুন ২০১৩
অনন্য প্রতিভার আরেক নাম সুমন হাফিজ
Home Page » বিনোদন » অনন্য প্রতিভার আরেক নাম সুমন হাফিজআমিনুলইসলামবঙ্গ-নিউজডটকম:সুরপিয়াসী শিল্পী সুমন হাফিজ
সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক সুমন হাফিজ, চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বড়গাছী গ্রামের মিসেস আনোয়ারা সামশুদ্দিন ও আবুল কালাম মুহাম্মদ সামশুদ্দীনের দুটি পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ । ১১ আগস্ট ১৯৭৯ সনে জš§গ্রহণ করেন। বাবার গানের কণ্ঠ ছিল অত্যন্ত সুমধুর। ১৯৮৬ খ্রীস্টাব্দে সুমন হাফিজের সঙ্গীত জীবন শুরু হয় বাবার হাত দিয়ে। তাই এককথায় বলা যায় পারিবারিক সুরের বাঁধনে শিশুকাল থেকে গড়ে ওঠেন সুমন হাফিজ। অনেক সময় বাবার গান শুনতে শুনতে বাবার কোলে ঘুমিয়ে পড়তেন। অনেক ছোট বেলা থেকেই ভুবন কাঁপানো শিল্পী মান্নাদের গান তাকে আকর্ষন করতো এবং গাওয়ারও চেষ্টা করতেন। ছোট্ট বয়সি শিশু কন্ঠের গাওয়া মান্নাদে, হেমন্ত, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী প্রভৃতি জনপ্রিয় শিল্পীর গান, বিভিন্ন অনুষ্ঠানে দর্শক ¯্রােতাদের মন জয় করে নেয়।
স্কুল পেরিয়ে কলেজ ভর্তির প্রাক্কালে উচ্চাঙ্গ সঙ্গীতে প্রায় দুই বছর তালিম নেন স্থানিয় ওস্তাদ মুকুল চন্দ্র শীলের কাছে। রহনপুর এ.বি সরকারী উচ্চ বিদ্যালয় ও রহনপুর ইউসুফ আলী কলেজ পেরিয়ে ১৯৯৮ খ্রীস্টাব্দে ঢাকায় আসেন উচ্চতর শিক্ষাগ্রহন ও সঙ্গীত শিক্ষাগ্রহনের আশায়। এক কথা দুকথায় সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়ের নাম শুনতে পান। কালবিলম্ব না করে তিনি সঙ্গীত মহাবিদ্যালয়ে বি. মিউজে ভর্তি হোন। সেখানে শিক্ষক হিসেবে পান জনাব খালিদ হোসেন, প্রফেসর শামীমা পারভীন, সাদী মহম্মদ ও আরো কিছু স্বনামধন্য শিল্পীকে। এরপর সঙ্গীতে উচ্চতর ডিগ্রী গ্রহনের জন্য শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেক্নোলজি’র সঙ্গীত বিভাগের প্রথম ব্যচ থেকে নজরুল সংগীতে বি. মিউজ (অনার্স) ও এম. মিউজ (নজরুল সঙ্গীত) ডিগ্রী কৃতিত্বের সাথে সম্পন্ন করেন । এখানে যেসকল গুরুর নিকট তালিম গ্রহন করেন তাঁদের মধ্যে প্রফেসর ডক্টর মুশাররাত শবনম, ডক্টর হারুন অর রশিদ, ডক্টর লীনা তাপসী খান, লিলি ইসলাম, রুবিনা আহমেদ মিলি, সুজিত মোস্তফা, মঙ্গলচন্দ্র ও ডক্টর প্রদীপ নন্দীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
সঙ্গীত শিক্ষাগ্রহনে আজীবন পিয়াসী সুমন হাফিজ মঞ্চ, টেলিভিশন ও বেতারে নিয়মিত আধুনিক ও নজরুল সংগীত পরিবেশন করে থাকেন। সঙ্গীতের সুগম পথ চলার এক পর্যায়ে এসে এবং অনেক প্রিয়জনের আগ্রহকে নিজের অনুপ্রেরনার সঙ্গে মিলিয়ে ২০০৯ খ্রীস্টাব্দে শিল্পীর কন্ঠে নজরুলের ইসলামী গানের একক অডিও এ্যালবাম ‘এলো রমজানেরই চাঁদ’ নিয়ে আসে জলতরঙ্গ অডিও ভিজ্যুয়াল। এরপর ২০১১ খ্রীস্টাব্দে প্রথম প্রকাশিত হয় মৌলিক গানের একক অডিও এ্যালবাম ‘কোন একদিন’ যা শ্রোতামনে ঠাঁই করে নেয়। সঙ্গীত পরিচালনা করেন উত্তর বঙ্গের প্রখ্যাত ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর উত্তরসুরী আর আজিজ টিটো। এই অডিও এ্যালবামে তার লেখা ও সুর করা কিছু গানও পাওয়া যায় যা ভিন্ন মাত্রা সংযোজন করেছে বলে আমি মনে করি। বোঝা যায়, কর্মব্যস্ততার ফাঁকে গান রচনা ও সুরসৃষ্টি করে তিনি আনন্দ পান।
এরপর ২০১২ খ্রিস্টাব্দে সপ্তসুর প্রডাকশন তার গাওয়া নজরুলের একক অডিও অ্যালবাম প্রকাশ করে, যার নাম ‘আমারে দেবনা ভুলিতে’। সকলের সঙ্গীত শিক্ষা গ্রহনের উপযোগী একটি গ্রন্থ সম্পাদনা করেন যা যথেষ্ট সমাদ্রিত সঙ্গীত মহলে। ‘সঙ্গীতের সৃজনশীল ধারা ও অনুশীলন’ গ্রন্থটির প্রকাশনা প্রতিষ্ঠান বনলতা প্রকাশনী। সঙ্গীতের প্রতি শুধুমাত্র ভালবাসার কারনে তিনি চান মানুষকে প্রতিনিয়ত ভাল গান শুনিয়ে তৃপ্ত হতে, যতটুকু সঙ্গীত জানেন তা অন্যকে শেখাতে, নিজে শিখতে এবং নজরুলকে হৃদয়ে সর্বদা লালন করতে। সুমন হাফিজ বর্তমানে স্বনামধন্য শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি’র সংগীত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্তব্যরত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫:১২:১২ ৯৭৫ বার পঠিত #অনন্য প্রতিভার আরেক নাম সুমন হাফিজ