সোমবার, ৬ জুন ২০১৬
ছবির স্বত্ব বিক্রি করেই ২০০ কোটি রুপি আয়
Home Page » বিনোদন » ছবির স্বত্ব বিক্রি করেই ২০০ কোটি রুপি আয়ইউটিউবে রেকর্ড ছাড়ানো ট্রেলার ভিউয়ের পর ‘কাবালি’ সিনেমাটি মুক্তির আগে কেবল সম্প্রচার স্বত্ব বিক্রি করেই ২০০ কোটি রুপি আয়। ফিল্ম ট্রেড অ্যানালিস্ট শ্রীধর পিল্লাই জানিয়েছেন এই খবর।
ছবিটি তামিল, তেলেগু, হিন্দি এবং মালায়লাম ভাষায় মুক্তি পাবে। মালয় ভাষাতেও এই ছবিটি ডাবিং করা হয়েছে। এবারই প্রথম ভারতীয় কোন ছবি মালয় ভাষায় ডাবিং হল। ‘কাবালি’ হতে যাচ্ছে রজনীকান্তের ক্যারিয়ারের ১৫৯তম ছবি। ছবিতে রজনীকান্তের বিপরীতে থাকছেন নন্দিত অভিনেত্রী রাধিকা আপ্তে। জুলাই মাসের ১ তারিখে পাঁচ হাজার বড়পর্দায় এক সঙ্গে আসছে ‘কাবালি’।
এই ছবি মুক্তির আগেই এর আয়ের পরিমাণ কোথায় গিয়ে ঠেকবে, তা আন্দাজ করা কঠিন হয়ে যাচ্ছে। কেবল তাই নয়, মালদ্বীপে রজনীর বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাড়তি আয় করাই নির্মাতাদের লক্ষ্য।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এ ছবিতে তিনি চেন্নাইয়ের মাফিয়া ডন কাবালিস্মরণের চরিত্রে আবির্ভূত হচ্ছেন।
বাংলাদেশ সময়: ১২:২২:১৩ ৪১৪ বার পঠিত