সোমবার, ৬ জুন ২০১৬

বেড়ে যাচ্ছে কম্পিউটার সামগ্রীর দাম

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » বেড়ে যাচ্ছে কম্পিউটার সামগ্রীর দাম
সোমবার, ৬ জুন ২০১৬



price of computer accessories will increase

নতুন অর্থ বছরের বাজেটে কম্পিউটার সামগ্রীর দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে কম্পিউটার সামগ্রীর দাম বেড়ে যাবে। বেশির ভাগ কম্পিউটার কিনতে এখন শতকরা দুই শতাংশ শুল্ক কর দিতে হয়। প্রস্তাবিত বাজেটে এই কর বাড়িয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।

যে সব কম্পিউটার সামগ্রীর দাম বাড়বে বলে মনে করা হচ্ছে সেগুলো হলো, প্রিন্টার, প্রিন্টারের অন্যান্য অংশ, কালি, কার্টিজ, কম্পিউটার নেটওয়ার্ক সুইচ, ইথারনেট ইন্টারফেস কার্ড, রাউটার, ডাটাবেজ অপারেটিং সিস্টেম এবং অন্যান্য উন্নয়ন যন্ত্রাংশ।

এ ছাড়া মেমোরি ডিভাইস, ব্লাঙ্ক বা খালি অপটিক্যাল মিডিয়া, রিবনস এবং প্রক্সেমিটি কার্ডের দামও বাড়তে বলে ধারণা করা হচ্ছে। তবে ভাইরাস থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখার সফটওয়ার সামগ্রীর দাম আগের মতোই অপরিবর্তি থাকছে।

ভাইরাস থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখার সফটওয়ার সামগ্রীর দামের সঙ্গে বর্তমানে পাঁচ শতাংশ হারে শুল্ক কর দিতে হয়। দাম বাড়ছে না ২২ ইঞ্চির কম আকারের মনিটরেরও। বর্তমানে ২২ ইঞ্চির কম আকৃতির মনিটরে ২৫ শতাংশ হারে কর দিতে হয়।

কম্পিউটার সামগ্রীর দাম বাড়ার ব্যাপারটি ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্তরায় হিসেব দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বাংলাদেশকে ডিজিটালকরণের পথ বিস্তৃত করতে এ সব প্রযুক্তিসামগ্রী সহজলভ্য করতে হবে।

বাংলাদেশ সময়: ১২:১৭:১৬   ৪২৩ বার পঠিত