রবিবার, ৫ জুন ২০১৬

আমেরিকা তাড়িয়ে দিলে বাংলাদেশে আসতেন মোহাম্মদ আলি !!

Home Page » এক্সক্লুসিভ » আমেরিকা তাড়িয়ে দিলে বাংলাদেশে আসতেন মোহাম্মদ আলি !!
রবিবার, ৫ জুন ২০১৬



ali-wanted-to-come-to-bangladesh-leaving-usa.jpgবঙ্গ-নিউজঃ কোনো সন্দেহ নেই পুরো বিশ্বে তুলনায় বাংলাদেশে একটু বেশিই ভক্ত আছে মোহাম্মদ আলির। বর্তমান প্রজন্ম খুব ভালো করে না জানলেও আলির কথা জানেন বেশির ভাগ বাংলাদেশিই। ১৯৭৮ সালে বাংলাদেশে এসে এক সপ্তাহ বেড়িয়েছেন আলি। এক পর্যায়ে বলেছিলেন, ‘আমেরিকা আমাকে তাড়িয়ে দিলে, আমার আরেক দেশ বাংলাদেশে আসবো।’

এই একটা কথার জন্যই আলির জন্য কেঁদে উঠতে বাধ্য ১৬ কোটি প্রাণ। আলি এই কথাটি বলেছিলেন, কারণ আমেরিকা সরকারের বিরাগভাজন ছিলেন তিনি। আলির জন্য বাংলাদেশিদের কাঁদার আরো একটি কারণ আছে। সেটা হলো আলি কিন্তু বাংলাদেশিও ছিলেন।

১৯৭৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমান আলিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছিলেন। এমন কি কক্সবাজারে তাকে এক টুকরো জমিও উপহার দেয়া হয়েছিলো। আলি বলেছিলেন আবার কোনো দিন বাংলাদেশে এলে সেখানে বাড়ি করবেন তিনি। কিন্তু আর কখনোই বাংলাদেশে আসা হয়নি তার।

বাংলাদেশ আলির হৃদয়ে সত্যিই বড় একটা জায়গা দখল করে নিয়েছিলো। ১৯৭৮ সালে স্ত্রী, বাবা- মাকে নিয়ে বাংলাদেশে আসেন তিনি। তার আসার খবর শুনে তৎকালীন তেজগাও বিমানবন্দরে লাখো মানুষের ঢল নামে।

সুদূর আমেরিকার একজনের জন্য এই দেশের মানুষের পাগল করা ভালোবাসায় মুগ্ধ হয়ে আলি বলেছিলেন, ‘কেউ যদি স্বর্গ দেখতে চাও, তবে বাংলাদেশে এসো।’

বাংলাদেশ সময়: ১৪:২৪:৪১   ৩৬৬ বার পঠিত