শনিবার, ৪ জুন ২০১৬
বন থেকে সাত বছরের জাপানী বালক উদ্ধার
Home Page » ফিচার » বন থেকে সাত বছরের জাপানী বালক উদ্ধারবঙ্গ-নিউজঃ গত সপ্তাহে জাপানী সাত বছরেরএক বালককে তার মা-বাবা যে জংগলে ফেলে এসেছিল তাকে উদ্ধার করা হয়েছে। সেনা বাহিনী তাদের এক সেনাকে সন্ধান করার সময় শুক্রবার অপ্রত্যাশিত ভাবেই ইয়ামাট টানোকা খুঁজে পায়।টানোকর সন্ধানে যে বিশাল উদ্ধার তৎপরতা চলছিল ঐ সেনারা তার অন্তর্ভুক্ত নয়। কর্মকর্তা বলছেন যে বালকটি সুস্থ আছে এবং সেনারা তাকে ভাতের তৈরী কেক খেতে দিলে সে তা গোগ্রাসে খেয়েছে। ইয়ামাটো কর্তৃপক্ষকে বলেছে সামরিক বাহিনীর প্রশিক্ষণ এলাকায় যে কয়েক কিলোমিটার হাটার পর দরজা খোল একটি ছোট বাড়িতে পৌঁছায় এবং কেবল মাত্র পানি খায়ে থেকেছে এবং শীত নিবারণের জন্য কেবিনের ভেতরে বিছানার তোষক গেয়ে দিয়ে ঘুমিয়েছে।
ছেলেটির বাবা জানিয়েছে যে ইয়ামাটো গাড়ি এবং মানুষকে লক্ষ্য করে পাথারছুঁড়েছে যে কারণে তাকে শাস্তি দেয়ার জন্য বাবা মাশনিবার হোক্কাইডো দ্বীপের জংগলে যেখানে ভাল্লুকে আছে জানা স্বত্বেও যে ভাল্লুকতাকে শিক্ষা দেবে। অভিভাবক বলেন কয়েক মিনিট পর তারা সেখানে ফিরে গিয়েছিলেন কিন্তু তারা তাকে আর খুঁজে পাননি ।
বাংলাদেশ সময়: ০:১৩:০৬ ৩৬২ বার পঠিত