শুক্রবার, ৩ জুন ২০১৬
সামনে সোনালী সময়, বললেন হাথুরুসিংহে
Home Page » খেলা » সামনে সোনালী সময়, বললেন হাথুরুসিংহেবঙ্গ-নিউজঃ স্বপ্নের মতো দিন কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের। আপাতত খেলা না থাকলেও গত দুই বছরের সাফল্য এখনো উদযাপন করছেন সমর্থকরা। এর মধ্যেই আরো বড় আশার বাণী শোনালেন চান্দিকা হাথুরুসিংহে। বললেন, বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরো স্বর্ণালী সময়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ছুটিতে গিয়েছিলেন কোচ। ফিরেছেন গতকাল রাতে। এরপর আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবির সঙ্গে চুক্তি বাড়ানোর অপেক্ষায় থাকা হাথুরুসিংহে।
২০১৪ সালে বাংলাদেশ দলের কোচ হয়ে আসার পরই ভারতের দ্বিতীয় সারির দলের সঙ্গে সিরিজ হারেন মুশফিকরা। শুরুটা ওই রকম দুঃস্বপ্নের হলেও পরে হাথুরুসিংহে যেখানে হাত দিয়েছেন, সোনা ফলেছে সেখানেই।
বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলা, পাকিস্তান- ভারতের পর দক্ষিণ আফ্রিকার মতো বড় দলকে ওয়ানডে সিরিজ হারানো গত দুই বছরের মধ্যে সেরা সাফল্য। চান্দিকা মনে করেন, আগামী দুই বছর আরো বড় সাফল্যে স্নাত হতে পারে বাংলাদেশের ক্রিকেট।
তিনি বলেন, ‘স্বর্ণ সময় অপেক্ষা করছে সামনে। বর্তমান বাংলাদেশ দলে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর মতো খেলোয়াড় আছে। এদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীর সময়টা দারুণ কিছু করবে বাংলাদেশ। এতো দিন তো আমরা দেশের মাটিতে ভালো খেলেছি। এখন খেলতে হবে বিদেশে।
বাংলাদেশ সময়: ১৪:৫৬:০৫ ৪৪৯ বার পঠিত