শনিবার, ১ জুন ২০১৩

রাজধানীর গার্মেন্টস পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রী

Home Page » জাতীয় » রাজধানীর গার্মেন্টস পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রী
শনিবার, ১ জুন ২০১৩



abdul-lotif-siddik-sm20130531234629.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ : বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে মন্ত্রণালয়ের তের সদস্যের একটি দল রাজধানীর গুলশান, মহাখালী ও বনানী এলাকার গার্মেন্টস পরিদর্শনে বেরিয়েছেন। তারা গার্মেন্টস’র নির‍াপত্তা, কমপ্লায়েন্সসহ বিভিন্ন বিষয় দেখবেন বলে জানা গেছে।দলের তের সদস্যের মধ্যে এগারজন জয়েন্ট সেক্রেটারি ও একজন ইঞ্জিনিয়ার রয়েছেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শনিবার এসব এলাকার প্রায় ৮ থেকে ১০টি গার্মেন্টস পরিদর্শন করবেন। তবে কোন কোন গার্মেন্টস পরিদর্শন করবেন সে বিষয়ে কিছু জানা যায় নি।

এ বিষয়ে মন্ত্রণালয়ে থেকে বলা হয়, আগে থেকে বিষয়টি জানানো হলে পরিদর্শন কাজে বিঘ্ন ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ১২:০৫:৪২   ৪৬২ বার পঠিত