বৃহস্পতিবার, ২ জুন ২০১৬
৪ জুন থেকে দেশের সব জুয়েলারি বন্ধ
Home Page » অর্থ ও বানিজ্য » ৪ জুন থেকে দেশের সব জুয়েলারি বন্ধবঙ্গ-নিউজঃ ৪ জুন থেকে দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি।
আসছে বাজেটে ৫ শতাংশের স্থলে ১ দশমিক ৫ শতাংশ মূসক নির্ধারণসহ তিন দফা দাবিতে মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলারি সমিতির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজেটে স্বর্ণালঙ্কার ব্যবসায়ে ৫ শতাংশ হারে মূসক নির্ধারণ করা হচ্ছে। যা বাস্তবায়ন হলে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হবে না। তাই ১ দশমিক ৫ শতাংশের বেশি মূসক নির্ধারণ করা হলে আগামী ৪ জুন থেকে দেশের সব জুয়েলারি দোকান বন্ধ রাখা হবে।
বাংলাদেশ সময়: ১:০৯:৪১ ৪০৩ বার পঠিত