শনিবার, ১ জুন ২০১৩

তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ করুন: বান কি মুন

Home Page » বিশ্ব » তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ করুন: বান কি মুন
শনিবার, ১ জুন ২০১৩



1-ban-ki-moon.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ তামাকজাত পণ্যের সব ধরণের বিজ্ঞাপন পুরোপুরি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।শুক্রবার বিশ্ব তামাক মুক্ত দিবসে সদস্য দেশগুলোর সরকারের উদ্দেশে এক বিবৃতিতে তিনি বলেন, “মানুষের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি হচ্ছে এই তামাক। যারা ধূমপান করেন, তাদের অর্ধেকেরই মৃত্যু হয় তামাকের ক্ষতিকর প্রভাবের কারণে।”

জাতিসংঘ মহাসচিব বলেন, সিগারেটের বিজ্ঞাপন যতো কমিয়ে আনা যাবে, ধূমপানের ব্যাপারে মানুষের আগ্রহী হওয়াও ততো কমবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে ধূমপানের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যু হয়, ২০৩০ সাল নাগাদ যা ৮০ লাখে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। আর এদের প্রতি পাঁচজনের মধ্যে চারজনেরই মৃত্যু হবে নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলোতে।

বাংলাদেশ সময়: ১১:৪৯:৪২   ৫৪৯ বার পঠিত