মঙ্গলবার, ৩১ মে ২০১৬
মান্নাকে হাসপাতালে ভর্তির নির্দেশ হাইকোর্টের
Home Page » বিবিধ » মান্নাকে হাসপাতালে ভর্তির নির্দেশ হাইকোর্টেরবঙ্গ-নিউজঃ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে চিকিৎসার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে ছিলেন, আইনজীবী শাহদীন মালিক ও ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
পরে বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, একটি সম্পূরক আবেদনের শুনানি শেষে মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিনি এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং আরেক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে কথোপকথনের দুটি অডিও প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গুলশান থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুটি মামলায়ই তিনি নিম্ন আদালতে জামিনের আবেদন করেন। তবে তা নাকচ হয়ে যায়। ওই সময় থেকে কারাগারে আটক তিনি ।
বাংলাদেশ সময়: ১৬:৩২:০১ ৩৫৭ বার পঠিত