সোমবার, ৩০ মে ২০১৬
আইপিএলের সেরা উদীয়মান মুস্তাফিজ
Home Page » এক্সক্লুসিভ » আইপিএলের সেরা উদীয়মান মুস্তাফিজবঙ্গ-নিউজঃ এই পুরস্কারটা যে তার হাতে উঠবে, সেটা প্রায় নিশ্চিতই ছিলো। ফাইনালে শিরোপা জেতার পর সত্যই হলো তাই। মুস্তাফিজই পেলেন সেরা উদীয়মান ক্রিকেটারের অসাধারণ স্বীকৃতি।
আইপিএলে খেলা ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। শুধুমাত্র পরিসংখ্যানের এই ছোট তথ্যে বোঝা যাচ্ছে না, ঠিক কতোটা প্রভাব বিস্তার করে আইপিএল খেলেছেন মুস্তাফিজ। তার বলে ব্যাটসম্যানদের যে কতোটা সমস্যা হয়েছে, সেটাও লেখা নেই পরিসংখ্যানে।
অথচ এবারই প্রথম দেশের বাইরে এতো বড় একটা টুর্নামেন্ট খেলতে গেলেন তিনি। বিশ্বকাপেও গিয়েছিলেন বটে, কিন্তু তখন তো ছিলেন দলের সঙ্গে। এবার একা। একদিকে চেনা মানুষদের অভাব, তার উপর বড় টুর্নামেন্ট; মুস্তাফিজ সব চাপ উড়িয়ে দেন দুর্দান্ত বোলিংয়ে।
তার ইয়র্কারে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলের বোল্ড হওয়ার দৃশ্যটাই বোধহয় এবারের আইপিএলের সেরা দৃশ্য! এবি ডি ভিলিয়ার্সের উইকেট নিয়ে আইপিএল শুরু করেছিলেন মুস্তাফিজ। শেষ করলেন শেন ওয়াটসনকে দিয়েছে। নিজের প্রথম আইপিএল ম্যাচেও ওয়াটসনকে আউট করেছিলেন তিনি।
শেন ওয়াটসনের পাশাপাশি হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজাকেও দুইবার করে আউট করেন মুস্তাফিজ। সব মিলিয়ে আইপিএল শেষে সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে মুস্তাফিজের আশপাশেও কেউ ছিলেন না। আইপিএল সাফল্য নিশ্চয় ভবিষ্যতের জন্য আরো পরিণত করে তুললো মুস্তাফিজকে।
বাংলাদেশ সময়: ১৪:২৭:৫৮ ৪০৩ বার পঠিত