শুক্রবার, ২৭ মে ২০১৬

জি-সেভেন আউটরিচ মিটিংয়ের ফাঁকে হাসিনা-ক্যামেরন বৈঠক

Home Page » প্রথমপাতা » জি-সেভেন আউটরিচ মিটিংয়ের ফাঁকে হাসিনা-ক্যামেরন বৈঠক
শুক্রবার, ২৭ মে ২০১৬



seikh.jpgবঙ্গ-নিউজঃ জাপানে জি-সেভেন আউটরিচ মিটিংয়ের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্থানীয় সময় শুক্রবার দুপুরে জি-সেভেন শীর্ষ সম্মেলনের ভেনু কাশিকো দ্বীপের শিমা কানকো হোটেলের শুবাকি কক্ষে দুই নেতার এই বৈঠক হয়।

এ সময় তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহীদুল হক বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এর আগে ২০১৪ সালের জুলাই মাসে শেখ হাসিনা গার্ল সামিটে যোগ দিতে লন্ডন গেলে সেখানে ডেভিড ক্যামেরনের বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তাদের মধ্যে বৈঠক হয়।

অর্থনীতি, সামাজিক ও নারী উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির ‘ভূয়সী প্রশংসা’ করে সেই বৈঠকে শেখ হাসিনার সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এই সাফল্য কীভাবে এল- তা দেখতে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছিলেন ক্যামেরন।

গতবছর যুক্তরাজ্যের নির্বাচনে ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টি পুনর্নির্বাচিত হলে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জি সেভেন আউটরিচ মিটিংয়ে যোগ দিতে বৃহস্পতিবার জাপানের নাগোয়ায় পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্রবার তিনি ইসে-শিমায় জি-সেভেন আউটরিচ মিটিংয়ে যোগ দেন। ক্যামেরনসহ জি-সেভেনের সাত দেশের শীর্ষ নেতারাও ওই বৈঠকে অংশ নেন।

ফাইল ছবি ।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৫৭   ৫৫০ বার পঠিত