বৃহস্পতিবার, ২৬ মে ২০১৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে চলছে চিত্র প্রদর্শনী

Home Page » শিল্প ও ছবি » বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে চলছে চিত্র প্রদর্শনী
বৃহস্পতিবার, ২৬ মে ২০১৬



bfvb.PNG

করবী ঘোষ;বঙ্গ-নিউজ: ১৪মে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্ম বার্ষিকী।এ উপলক্ষে শাহবাগে

‘বাংলাদেশ জাতীয় যাদুঘরে’ কবিগুরুর আঁকা কিছু চিত্রের প্রদর্শনীর আয়োজন করা

হয়েছে। এ প্রদর্শনীর উদ্বোধন করেন বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী

আবুল মাল আব্দুল মুহিত। এ প্রদর্শনী চলবে ৩১শে মে পর্যন্ত।( শনিবার থেকে

বুধবার - সকাল ১০:৩০মি. থেকে বিকাল ৫:৩০মি.এবং শুক্রবার - বিকাল

৩:৩০মি. থেকে ৭:৩০মি.পর্যন্ত) বহুমুখী প্রতিভাধর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

চিত্রকর্মের সংখ্যা কিন্তু একেবারেই কম নয়, প্রায় ২০০০ এর মত। তার ভাষ্যমতে

“লেখার মাঝে কাটাকুটি, চিত্র হইয়া প্রকাশ পাইয়াছে”।

বাংলাদেশ সময়: ২৩:২৯:০৯   ৫৯১ বার পঠিত