মঙ্গলবার, ২৪ মে ২০১৬

শিরোপা সংখ্যায় পেলেকে টপকালেন মেসি

Home Page » খেলা » শিরোপা সংখ্যায় পেলেকে টপকালেন মেসি
মঙ্গলবার, ২৪ মে ২০১৬



বঙ্গ-নিউজ ডটকমঃ কোপা দেলরের ফাইনালে সেভিয়াকে হারিয়ে আরও একটি শিরোপা জয়ের স্বাদ পেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অতিরিক্ত সময়ে মেসির দুর্দান্ত সহযোগিতায় আলবা-নেইমারের গোলে জয়ের দেখা পায় কাতালান ক্লাবটি।

অন্যদিকে এই শিরোপার জয়ে নতুন এক রেকর্ড গড়লেন বার্সেলোনার আর্জেন্টাইন যাদুকর লিওনেল মেসি। শিরোপা জয়ের দিক দিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলেকে টপকে গেলেন তিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে ২৯টি শিরোপা জিতে রেকর্ড গড়েছিলেন পেলে। স্থানীয় সময় গতকাল রোববার কোপা দেলরের চ্যাম্পিয়ন হওয়ায় বর্তমানে লিওনেল মেসির শিরোপার সংখ্যা ৩০।

কোপারেতে লিওনেল মেসির এটা চতুর্থ শিরোপা। এছাড়াও মেসি লা লিগার ৮টি, স্প্যানিশ সুপার কাপের ৬টি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৪টি, ইউরোপিয়ান সুপার কাপে ৩টি এবং ক্লাব বিশ্বকাপেও তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জার্সিতে মোট ২টি আর জাতীয় দলের হয়ে অনুর্ধ-২০ বিশ্বকাপ এবং অলিম্পিকে স্বর্ণপদক জয়ের স্বাদ পান মেসি। কিন্তু লিওনেল মেসির দুর্ভাগ্য, পেলে তিনবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়লেও এখনও একবারও ফুটবলের সর্বোচ্চ এই শিরোপার দেখা পাননি তিনি।

বাংলাদেশ সময়: ০:০৬:০৬   ৩৭০ বার পঠিত