সোমবার, ২৩ মে ২০১৬
ওবামা হিরোশিমায় ক্ষমা চাইবেন না !
Home Page » প্রথমপাতা » ওবামা হিরোশিমায় ক্ষমা চাইবেন না !বঙ্গ-নিউজঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ছোড়া পারমাণবিক বোমায় ক্ষত-বিক্ষত হয় জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর। সেই ক্ষতে এবার কিছুটা প্রলেপ দিতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রশ্ন উঠেছিল তবে কি হিরোশিমায় ক্ষমা চাইবেন মার্কিন প্রেসিডেন্ট? অবশ্য সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ওবামা নিজেই। জানিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না।জাপানে যাওয়ার আগে ওবামা সফর করবেন ভিয়েতনাম। তারপর জাপানে অনুষ্ঠিতব্য জি সম্মেলন শেষ করে ২৭ মে তে হিরোশিমায় যাবেন বারাক ওবামা। নির্ধারিত সফরের কয়েকদিন আগে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে-কে এক সাক্ষাৎকারে ওবামা ক্ষমা চাইবেন না বলে জানান।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধের সিদ্ধান্ত সবসময়ই গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত। যুদ্ধের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সে সময়ের নেতারা নিয়ে থাকেন। আমার হিরোশিমার সফর অতীতে ফিরে যাওয়া নয়। বরং নতুন করে পথচলার।’
হিরোশিমায় যাওয়ার সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে উল্লেখ করে ওবামা বলেন, ‘সবাই চাইতেন আমি হিরোশিমায় যাই। ইতিহাসবিদরাও চাইতেন। তারপরও জনগণের নেতা হওয়ার সাড়ে ৭ বছর ধরে এমন সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে।’
তবে হিরোশিমায় মার্কিন প্রেসিডেন্টের সম্ভাব্য সফর ঘোষিত হওয়ার পর স্থানীয় বাসিন্দারা পারমাণবিক বোমা হামলার ওবামাকে ক্ষমা চাওয়ার দাবি করে। এরপর টোকিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচে থাকা কয়েকজন সংবাদ সম্মলন করেন। তারা যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন এবং ওবামাকে ক্ষমা চাইতে বলেন।
জাপানি টেলিভিশন এনএইচকে ওবামা আরো বলেন, ‘সারা বিশ্বে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধের দাবি জানিয়ে আমার প্রচার চলমান রয়েছে। পারমাণবিক শক্তিধর বেশকিছু রাষ্ট্র আমার আহ্বানে সাড়া দিয়েছে। আমার জাপান সফর মূলত পারমাণবিক অস্ত্র ব্যবহার নিরুৎসাহিত করতে। এর আগে আমি রাশিয়াকে আন্তরিক হওয়ার চেষ্টা করেও পারিনি।’
এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানান, ওবামা ক্ষমা চাইবেন কি না সেটা বড় বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওবামা একজন মার্কিন প্রেসিডেন্ট এবং তিনি হিরোশিমায় যাচ্ছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ৬ অগাস্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হন। ঠিক তিন দিন পর নাগাসাকিতেও একই ধরনের বোমায় ৭৪ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
বাংলাদেশ সময়: ১৫:১১:১৩ ৪২৭ বার পঠিত