রবিবার, ২২ মে ২০১৬

রসই ঘরে মম

Home Page » ফিচার » রসই ঘরে মম
রবিবার, ২২ মে ২০১৬



দুই দিন ধরে বৃষ্টির কবলে পড়েছে দেশবাসী। বৃষ্টি যেমন সুখকর কিছু মুহূর্ত এনে দিয়েছে, তেমনি দুর্ভোগেও ফেলেছে। তাই প্রাত্যহিক রুটিন পাল্টে গেছে। অভিনেত্রী জাকিয়া বারী মমও এর বাইরে নন। কিন্তু এরপরও আজ তার মনটা বেশ ফুরফুরে। শনিবার খিচুড়ি আর গরুর মাংস রান্না করছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।
এ প্রসঙ্গে এ লাক্স তারকা বলেন, ‘সকালে (শনিবার) শুটিংয়ে যাওয়ার কথা ছিল। একটু আগে জানতে পারলাম বৃষ্টির কারণে কাজ শুরু হতে দেরি হবে। দুপুরের পর স্পটে গেলেই চলবে। চুলায় খিচুড়ি বসিয়েছি। ভাবলাম একটু খিচুড়ি আর গরুর মাংস রান্না করি। অনেকদিন বাসায় লাঞ্চ করা হয় না। সব মিলিয়ে দিনটা বেশ ভালো যাবে বলে মনে হচ্ছে।’
মম এখন কাজ করছেন চয়নিকা চৌধুরীর একটি ঈদের নাটকে। আবুল হায়াতের উপন্যাস ‘পলাতক’ অবলম্বনে এটি তৈরি হচ্ছে। নাটকের নাম রাখা হতে পারে ‘মুহূর্ত’। আজ এরই শুটিংয়ে অংশ নেয়ার কথা তার। নাটকটিতে মমর বিপরীতে আছেন সজল। এতে মম আদুরে এক তরুণীর ভূমিকায় অভিনয় করছে । যে কি-না পরিবার থেকে সবই পেয়েছে। সেই মেয়েটি ঘটনাচক্রে পালিয়ে বিয়ে করে। এর মধ্য দিয়ে নতুন এক বাস্তবতার সঙ্গে তার পরিচয় ঘটে। যার জন্য মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না।
ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন মম। সম্প্রতি মম ‘স্বপ্নবাড়ি’ শীর্ষক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০:০৬:৪২   ৩৯৯ বার পঠিত