শনিবার, ২১ মে ২০১৬
চার বাংলাদেশি সেনা পেলেন জাতিসংঘের ‘ড্যাগ হ্যামারশল্ড’
Home Page » এক্সক্লুসিভ » চার বাংলাদেশি সেনা পেলেন জাতিসংঘের ‘ড্যাগ হ্যামারশল্ড’বঙ্গ-নিউজঃ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করা চারজন বাংলাদেশি সেনা বীরত্বের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের ড্যাগ হ্যামারশল্ড পদক জিতেছেন। সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকে চার সেনার জন্য পদক হস্তান্তর করেন বান কি মুন।ড্যাগ হ্যামারশল্ড পদকটি দেয়া হয় জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সেনাদের। এ বছর চার বাংলাদেশিসহ অন্যান্য দেশের মোট ১৩০ জন সেনা মরণোত্তর এই পুরস্কার পেয়েছেন।
ড্যাগ হ্যামারশল্ড জেতা চার বাংলাদেশি হলেন মালিতে দায়িত্ব পালন করা ল্যান্স কর্পোরাল নজরুল ইসলাম, কঙ্গোতে দায়িত্ব পালন করা সৈনিক নীলকান্ত হাজং, লাইবেরিয়ায় দায়িত্ব পালন করা ল্যান্স কর্পোরাল মজিবুর রহমান ও সুদানে দায়িত্ব পালনের সময় প্রাণ দেয়া উপ পরিদর্শক মঈনুল আহসান খান।
তাদের হয়ে বান কি মুনের কাছ থেকে পদক গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।
জাতিসংঘের শান্তি মিশনের সবচেয়ে বেশি সেনা পাঠানো দেশ বাংলাদেশ। ১৯৮৯ সাল থেকে জাতিসংঘে বাংলাদেশের সেনারা কাজ করছেন। বর্তমানে বিভিন্ন দেশের শান্তিরক্ষায় বাংলাদেশের ১০ হাজার সেনা দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫৬ ৩৮২ বার পঠিত