শনিবার, ২১ মে ২০১৬

দেশের নতুন সফটওয়্যার টেকনোলজি পার্ক অগমেডিক্স

Home Page » সংবাদ শিরোনাম » দেশের নতুন সফটওয়্যার টেকনোলজি পার্ক অগমেডিক্স
শনিবার, ২১ মে ২০১৬



সফটওয়্যার টেকনোলজি পার্ক (এসটিপি) হিসেবে স্বীকৃতি পেয়েছে অগমেডিক্স বাংলাদেশ ভবন। বাংলাদেশে অগমেডিক্সের এক বছর উদযাপনকালে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।গতকাল বৃহস্পতিবার অগমেডিক্স ভবনে অনুষ্ঠিত এক আয়োজনে গুগল গ্লাস ভিত্তিক বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ এ স্টার্টআপ কোম্পানি অগমেডিক্স এর নতুন লোগো উন্মোচন করা হয়।

অগমেডিক্স বাংলাদেশে ম্যানেজিং ডিরেক্টর আহমাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী মো: সালাহউদ্দিন।

অনুষ্ঠানে জানানো হয়, অগমেডিক্সের সিইও ও কো-ফাউন্ডার ইয়ান শাকিল এবং প্রেসিডেন্ট ও কো-ফাউন্ডার পেলু ট্র্যান গুগল গ্লাস-ভিত্তিক বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ এ স্টার্টআপ কোম্পানির স্বপ্নদ্রষ্টা। সান ফ্রান্সিসকো ভিত্তিক এ কোম্পানিটি ভারত ও বাংলাদেশে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) হিসেবে ব্যবসা স্থাপন ও পরিচালনা করা ছাড়াও দ্রুত বিশ্বব্যাপী তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয় এবং হাইটেক পার্ক অথরিটির সহযোগিতায় পর্যায়ক্রমে ও শিগগিরই প্রায় সাত হাজার নতুন কর্মী নিয়োগ দেবে অগমেডিক্স বাংলাদেশ।

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ বলেন, আমরা অগমেডিক্স ভবনকে ‘সফটওয়্যার টোকনোলজি পার্ক’ হিসেবে স্বীকৃতি দিয়েছি। দেশে বৈদেশিক বিনিয়োগ আগ্রহী করতে সরকারের উদ্যোগ হিসেবে অগমেডিক্স বাংলাদেশ একটি মডেল উদাহরণ।

আহমাদুল হক বলেন, আমরা বাংলাদেশ থেকে দেশের গণ্ডি পেরিয়ে প্রযুক্তিনির্ভর সেবা দিয়ে যাচ্ছি এবং ব্যাপক সন্তোষজনক মতামত পাচ্ছি। আইসিটি মন্ত্রণালয় ও হাইটেক পার্ক অথরিটির সহায়তায় পর্যায়ক্রমে ও দ্রুত আমাদের কোম্পানিতে প্রায় সাত হাজার দক্ষ জনবল নিয়োগ দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:০০   ৩৩৩ বার পঠিত