শুক্রবার, ২০ মে ২০১৬

রমজানে ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন

Home Page » প্রথমপাতা » রমজানে ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন
শুক্রবার, ২০ মে ২০১৬



bangladesh-bank.jpgবঙ্গ-নিউজঃ পবিত্র রমজান মাস উপলক্ষে সকল ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ি রমজান মাসে সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের সময় নির্ধারন করা হয়েছে সকাল সাড়ে ৯ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। সকল ধরনের লেনদেন এই সময়ের মধ্যেই করতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করে রমজান মাসের এই নতুন দাপ্তরিক সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কার্যরত ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রমজানে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। লেনদের চলবে বেলা আড়াইটা পর্যন্ত। অফিস চলাকালিন সময়ে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাযের বিরতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরতির সময়ে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। শাবান মাস শেষে চাঁদ দেখা গেলে আগামী ৭ জুন থেকে সিয়াম সাধনার রমজান মাস শুরু হতে পারে।

বাংলাদেশ সময়: ১৭:২২:৪৮   ৪৪১ বার পঠিত