
বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬
বাংলায় কিছু জিজ্ঞেস করলে কি করেন মুস্তাফিজ !
Home Page » আজকের সকল পত্রিকা » বাংলায় কিছু জিজ্ঞেস করলে কি করেন মুস্তাফিজ !
বঙ্গ-নিউজ ডটকমঃ
ইংরেজিতে কথা বলার তেমন অভিজ্ঞতা নেই কাঁটার মাস্টার মুস্তাফিজের। তাই বলে বাংলাতেও কোন কিছু জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায় না ! শুনে হয়তো একটু অবাক লাগছে আপনাদের তবে জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরুসিংহে এমনটাই জানিয়েছেন।
দেশের দৈনিক এক ইংরেজি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে হাতুরুসিংহে বলেন,বাংলায় কিছু জিজ্ঞেস করলেও মুস্তাফিজের কাছ থেকে উত্তর পাওয়া কঠিন, আর ইংরেজিতে সেটা অসম্ভব।
সাক্ষাৎকারের এক পর্যায়ে হাতুরুসিংহের কাছে প্রশ্ন করা হয়, ‘সাম্প্রতিক সময়ে দেয়া এক ইন্টারভিউয়ে মুস্তাফিজ বলেছিলেন ওয়ানডে ফরম্যাটই তার বেশি পছন্দের। এটা কি একটু দুশ্চিন্তার বিষয়?’
হাতুরুসিংহে পাল্টা প্রশ্ন করলেন, ‘ইন্টারভিউটা কি ইংরেজিতে দিয়েছিল না বাংলায়?
জবাব আসলো, ‘এটা একটা ভারতীয় ওয়েবসাইটে এসেছিল।
বাংলাদেশ সময়: ১৩:২০:৪৪ ৫০২ বার পঠিত