বুধবার, ১৮ মে ২০১৬
আরও ১১১৫ শিক্ষার্থী গোল্ডেন জিপিএ পেয়েছে
Home Page » আজকের সকল পত্রিকা » আরও ১১১৫ শিক্ষার্থী গোল্ডেন জিপিএ পেয়েছেবঙ্গ নিউজঃচট্টগ্রাম: শিক্ষার্থী ও অভিভাবকদের দাবিই সত্যি হলো। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের এসএসসির গণিতের দুইটি সেটের নৈর্ব্যক্তিক প্রশ্নের ত্রুটি সংশোধনের পর প্রকাশিত ফলাফলে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে আরও ১ হাজার ১১৫ শিক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ পেয়েছে আরও ৮৩৬ জন শিক্ষার্থী।বুধবার দুপুরে গণিতের সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল পর্যবেক্ষণে দেখা গেছে, গোল্ডেন জিপিএ-৫ এর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১০৬তে। অথচ ১১মে প্রকাশিত ফলাফলে এই সংখ্যা ছিল ১ হাজার ৯৯১।
অন্যদিকে পরীক্ষার ফলাফলের দিন জিপিএ-৫ এর সংখ্যা ৭ হাজার ৬৬৬ জন দেখানো হলেও গণিত প্রশ্নে ক্রুটি সংশোধনের পর এই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫০২টিতে। এছাড়া আগের তুললায় গ্রেড পয়েন্ট বেড়েছে ১৪ হাজার ১৫৮ জন শিক্ষার্থীর।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বাংলানিউজকে বলেন, ‘বাংলা ও ইংরেজি মাধ্যমের গণিত প্রশ্নে গ ও ঘ সেটের ক্রমিক নম্বরগত ক্রুটির কারণে এ ধরণের ভুল হয়েছে। এরকম ভুল আগে কখনো হয়নি। এটা একটা অভূতপূর্ব ভুল। তাই আমাদের প্রধান পরীক্ষকরাও বুঝে উঠতে পারেনি। কিন্তু ভুলের বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে সংশোধন করা হয়েছে। ক্রুটি সংশোধনের পর জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ দুটিই বেড়েছে।’
গত ১১মে পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে গণিতের নৈর্ব্যক্তিক প্রশ্নের গ ও ঘ নম্বর সেটের উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন হয়নি বলে অভিযোগ করে আসছিল শিক্ষার্থী ও অভিভাবকেরা। গণিতের দুটি সেটের উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে তারা আন্দোলন করে আসছিল।
উল্লেখ্য আগামী ৮ জুন এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ আবেদনের ফলাফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:৫৩:৩৪ ৪৪৪ বার পঠিত