মঙ্গলবার, ১৭ মে ২০১৬

সুয়ারেসকে সাহায্য করে যেতে চান নেইমার

Home Page » ফুটবল » সুয়ারেসকে সাহায্য করে যেতে চান নেইমার
মঙ্গলবার, ১৭ মে ২০১৬



 suarez2.JPG

 

বঙ্গ-নিউজ ডটকমঃ মৌসুম জুড়ে একের পর এক গোলে করে আসা লুইস সুয়ারেসের শেষ ভাগের দাপুটে পারফরম্যান্সেই লা লিগায় শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। সতীর্থের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করে নেইমার জানান, ভবিষ্যতেও উরুগুয়ের এই তারকা স্ট্রাইকারকে এভাবেই দেখতে চান তিনি।

RELATED STORIES
আরও উন্নতি চান নেইমার
এ মৌসুমে বার্সেলোনার লিগ শিরোপা ধরে রাখার অভিযানে মূল ভূমিকা রাখা সুয়ারেস সর্বোচ্চ ৪০ গোল করেন। একই সঙ্গে জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন সু।

সুয়ারেসের প্রশংসায় গ্লোবো এস্পোর্তোকে নেইমার বলেন, “সুয়ারেস দারুণ খেলোয়াড়। সে শুধু গোলই করে না, গোল তৈরিও করে।”

লিগের শেষ পাঁচ ম্যাচে দলের ২৪ গোলের মধ্যে একাই ১৪টি করা সুয়ারেস দলের সর্বোচ্চ সংখ্যাক গোলে সহায়তাও করেন। এবারের আসরে সতীর্থদের দিয়ে মোট ১৬টি গোল করান তিনি।
সুয়ারেসের প্রশংসায় নেইমার আরও বলেন, “সে এক জন ভালো সতীর্থ, ভালো বন্ধুও। তার জন্য আমি খুব খুশি। প্রতি মৌসুমে তাকে সেরা গোলদাতা করতে আমি সম্ভবপর সব দিক থেকে সাহায্য করব।”

বাংলাদেশ সময়: ১১:৫২:০৩   ৪১১ বার পঠিত