মঙ্গলবার, ১৭ মে ২০১৬

‘২০ মে থেকে নতুন বাসভাড়া কঠোরভাবে কার্যকর’

Home Page » জাতীয় » ‘২০ মে থেকে নতুন বাসভাড়া কঠোরভাবে কার্যকর’
মঙ্গলবার, ১৭ মে ২০১৬



'২০ মে থেকে নতুন বাসভাড়া কঠোরভাবে কার্যকর'ডিজেলচালিত পুনর্নির্ধারিত বাসভাড়া কার্যকর করার জন্য চার দিন সময় বাড়ানো হয়েছে। বাস মালিক সমিতির অনুরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২০ মে থেকে তা কঠোরভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তেলের দাম কমানোর পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনে ভাড়া না কমানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সোমবার সকালে গাবতলী টার্মিনাল থেকে বিভিন্ন রুটের বাস চলাচল পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী জানিয়েছেন, মনিটরিং টিম সড়ক পরিবহনের ভাড়া পর্যবেক্ষণ করবে। এ সময় বর্ষা মৌসুম ও রমজানের আগে মহাসড়কগুলোতে ব্যস্ততা বাড়বে সে লক্ষ্যে সকল মহাসড়ক সচল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, প্রতি কিলোমিটারে এখন থেকে ৩ পয়সা বাসভাড়া কমানো হয়েছে। গত ১৫ মে থেকে এটা কার্যকর করার কথা ছিল। কিন্তু বিভিন্ন পরিবহন মালিকদের অনুরোধে আগামী ২০ মে থেকে কার্যকর করবে তারা।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়। এতে অকটেন ও পেট্রলের দাম লিটার প্রতি ১০ টাকা এবং ডিজেলের দাম তিন টাকা কমিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জ্বালানি তেলের এই মূল্য কমানোর ফলে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সুপারিশের ভিত্তিতে গত ৩ মে ডিজেলচালিত দূরপাল্লার পরিবহনের ভাড়া ৩ পয়সা কমিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

বাংলাদেশ সময়: ০:৪৩:১৬   ৪৭৩ বার পঠিত