সোমবার, ১৬ মে ২০১৬

সানিয়া-হিঙ্গিসের বাজিমাত।

Home Page » খেলা » সানিয়া-হিঙ্গিসের বাজিমাত।
সোমবার, ১৬ মে ২০১৬



 

বঙ্গ-নিউজ ডটকমঃ
রোম মাস্টার্স শিরোপা জয়ের মাধ্যমে বছরের পঞ্চম শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন বিশ্বের একন নম্বর ডাবলস জুটি সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস।

ইতালিয়ান রাজধানীতে রবিবারের ফাইনালে এই জুটি ৬-১, ৬-৭ (৫/৭), ১০-৩ গেমে রাশিয়ান জুটি এলিনা ভেসনিনা ও একাটেরিনা মাকারোভাকে পরাজিত করে শিরোপা লাভ করেন। রোমে ইন্দো-সুইস জুটির এটাই প্রথম শিরোপা।

ইরিনা-ক্যামেলিয়া বেগু ও মোনিকা নিকুলেসকু জুটিকে এর আগে শনিবার সেমিফাইনালে পরাজিত করে শীর্ষ বাছাই সানিয়া-মার্টিনা টানা তৃতীয় ক্লে কোর্ট ফাইনাল নিশ্চিত করেন। ফাইনালে প্রথম সেটে মাত্র ২৪ মিনিটে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় সেটেও ৫-৩ গেমে এগিয়ে গিয়েছিল।

কিন্তু রাশিয়ান জুটি দারুনভাবে লড়াইয়ে ফিরে এসে টাই ব্রেকে দ্বিতীয় সেট জিতে নেন।কিন্তু তৃতীয় সেটে আর দাঁড়াতেই পারেনি রাশিয়ান জুটি।ফেব্রুয়ারিতে দোহা ওপেন জয়ের পরে এটাই সানিয়া-হিঙ্গিসের প্রথম শিরোপা।

বাংলাদেশ সময়: ১৯:৩২:১৪   ৪২০ বার পঠিত