রবিবার, ১৫ মে ২০১৬

দেড় হাজার গ্রহের সন্ধান !

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » দেড় হাজার গ্রহের সন্ধান !
রবিবার, ১৫ মে ২০১৬



 

বঙ্গ-নিউজ ডটকমঃ
আরও দেড় হাজার গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদরা। নাসার কেপলার টেলিস্কোপ এ অনুসন্ধানে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সম্প্রতি কেপলার টেলিস্কোপের মাধ্যমে সৌরজগতের বাইরে পাঁচ হাজার এক্সোপ্ল্যানেটের মধ্যে এক হাজারের বেশি গ্রহের সন্ধান পেয়েছে বলে ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা।

চলতি মাসের ১০ তারিখ নাসা ঘোষণা করেছে কেপলার টেলিস্কোপের সর্বশেষ নতুন আবিষ্কার সম্পর্কে। কেপলার এক হাজার দুইশো ৮৪টি নতুন এলিয়েন গ্রহ আবিষ্কার করেছে, যার মধ্যে নয়টি বসবাসযোগ্য বলে অনুমান করছেন বিজ্ঞানীরা। অন্যদিকে প্রায় একশোটি এক্সোপ্ল্যানেট আকারে আমাদের পৃথিবীর সমান বলে জানা যায়।

নাসা একটি গ্রাফিকের মাধ্যমে আবিষ্কৃত এক্সোপ্ল্যানেটের মাপসহ শ্রেণীবিন্যাস করেছে। গ্রাফিকে নীল বারের মাধ্যমে দেখানো হয়েছে ১০ মে’র আগে আবিষ্কার হওয়া গ্রহগুলোকে ও কমলা বারের মাধ্যমে দেখানো হয়েছে ১০ মে ঘোষণা দেওয়া এক হাজার দুইশো ৮৪টি গ্রহকে।

মহাশূন্যে কেপলার টেলিস্কোপ বসানো হয় ২০০৯ সালে। এর আগে বিজ্ঞানীরা জানতেন না আমাদের সৌরজগতের বাইরের গ্রহগুলো আসলে কেমন।

সৌরজগতের বাইরে এসব গ্রহের সন্ধান পাওয়ার পর জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করতে শুরু করেছেন মহাকাশে প্রতিটি নক্ষত্রকে অন্তত একটি গ্রহ প্রদক্ষিণ করছে। কেপলারের প্রথম মিশন শেষ হয় ২০১২ সালে ও এরপর অতিরিক্ত মিশনের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছিলো। ২০১৩ সালে নতুন গ্রহ জরিপের কাজ করার সময় কেপলারের টেলিস্কোপ নিয়ন্ত্রণকারী চারটি রিঅ্যাকশন চাকার মধ্যে দু’টি ফেল করে।

বাংলাদেশ সময়: ২১:৩১:২০   ৪০৮ বার পঠিত