রবিবার, ১৫ মে ২০১৬

৬৬ বছর পর হিগুয়েন!

Home Page » খেলা » ৬৬ বছর পর হিগুয়েন!
রবিবার, ১৫ মে ২০১৬



 

বঙ্গ-নিউজ ডটকমঃ
ফুটবলের সব থেকে ভাল সময় এখন পার করছেন গঞ্জালো হিগুয়েন। গোল যেন এখন আর কোন বিষয়ই না তার কাছে। নাপোলির হয়ে দারু ছন্দে রয়েছেন তিনি।তার দল ইতালিয়ান সিরি’আর শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্স এখন উজ্জ্বল আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

শনিবার রাতে ফ্রোজিনোনের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় দিয়ে মৌসুম শেষ করেছে নাপোলি। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছেন হিগুয়েন। ম্যাচের ৫২, ৬২ ও ৭১ মিনিটে তিনবার ফ্রোজিনোনের জাল কাঁপান ২৮ বছর এই তারকা।

এবারের মৌসুমে ইতালিয়ান ঘরোয়া লিগে ৩৮ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৩৬ গোল। যার মধ্য দিয়ে ৬৬ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন হিগুয়েন। এক মৌসুমে ইতালিয়ান সিরি’আয় সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন এই ফুটবলার। ১৯৪৯-৫০ মৌসুমে ৩৫ গোল করে এই রেকর্ডটিকে এতো দিন নিজের দখলে রেখেছিলেন এসি মিলানের গুনার নোর্দাল।

নতুন করে রেকর্ড গড়তে পারায় রোমাঞ্চিত হিগুয়েন। তিনি বলেন, ‘আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে আমি রেকর্ডটি নিজের করে নেব। সেটা পেরেছি। এই রেকর্ড গড়তে পারায় আমি গর্বিত। এর জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সর্বোপরি আমার পরিবার, শহর, স্টাফ, ক্লাব ও টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমরা উদযাপন করতেই পারি যে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন লিগ খেলতে পারব।’

বাংলাদেশ সময়: ২১:১৯:৫৭   ৪১৮ বার পঠিত