রবিবার, ১৫ মে ২০১৬
পহেলা জুন সংসদের বাজেট অধিবেশন বসছে
Home Page » আজকের সকল পত্রিকা » পহেলা জুন সংসদের বাজেট অধিবেশন বসছে
বঙ্গ-নিউজ ডটকমঃ
দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশন বসছে পহেলা জুন। এই অধিবেশনের দ্বিতীয় দিন (২ জুন) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান জানিয়েছেন।
রবিবার জাতীয় সংসদ সচিবালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হতে পারে বলে এর আগে জানিয়েছেন অর্থমন্ত্রী মুহিত।
জানা গেছে, অধিবেশন শুরুর আগে ওইদিন বিকেল ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। অধিবেশন কত দিন চলবে ওই বৈঠকে তা নির্ধারিত হবে।
এর আগে দশম জাতীয় সংসদের দশম অধিবেশন ৯ কার্যদিবসে সমাপ্ত হয়।
ওই অধিবেশনের ১৪টি বিল পাস হয়েছে। এরমধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন-ভাতা বৃদ্ধির বিলও রয়েছে।
বাংলাদেশ সময়: ২১:০১:৩৮ ৪৮৭ বার পঠিত