রবিবার, ১৫ মে ২০১৬

আত্মবিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি :কৃষিমন্ত্রী

Home Page » অর্থ ও বানিজ্য » আত্মবিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি :কৃষিমন্ত্রী
রবিবার, ১৫ মে ২০১৬



আত্মবিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি :কৃষিমন্ত্রী বঙ্গ-নিউজঃ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আত্মবিশ্বাস, আত্মসম্মান ও আত্মমর্যাদা আমাদের এগিয়ে নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি। এখন দেশ গড়ার কাজে সবাইকে একসাথে কাজ করার সময়। কৃষকের মুখে হাসি থাকলেই দেশ বাঁচবে আমরা বাঁচবো। সারের দাম কমানো, রাবার ড্যাম নির্মাণসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে কৃষিতে অভূতপূর্ব সাফল্য এসেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, এমনকি রপ্তানিও করছি।গতকাল শেরপুরের নালিতাবাড়িতে চেল্লাখালী রাবার ড্যাম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। কৃষিসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কৃষিমন্ত্রী বলেন, বিশ্বে ভুট্টা উত্পাদনে বাংলাদেশ এখন এক নম্বরে। ধান উত্পাদনে দুই নম্বরে, চীন হচ্ছে এক নম্বরে। বঙ্গোপসাগরে জেগে ওঠা জমি কৃষি কাজে ব্যবহার করে ধান উত্পাদনে এক নম্বরে হওয়ার পথে আমরা এগিয়ে যাবো। ক্লাইমেট ট্রাস্ট ফান্ড থেকে রাবার ড্যাম নির্মাণে অর্থায়ন করায় তিনি পরিবেশ ও বনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সৃজনশীল এবং উত্পাদনশীল কাজে যে পাশে দাঁড়ায় সেই আত্মার আত্মীয় ও পরম বন্ধু। আনোয়ার হোসেন মঞ্জু এখন আমাদের আত্মার আত্মীয় হয়েছেন।

কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জাতিসংঘের ঘোষণার সাথে সাথেই আমরা জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠন করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে এই তহবিলে সরকারই অর্থ যোগান দিচ্ছে। শুধু জাতিসংঘের সহায়তার দিকে আমরা তাকিয়ে নেই। তিনি বলেন, ৭ মার্চের ভাষণের সময় বঙ্গবন্ধুর গলা এক বিন্দুও কাপেনি। অথচ হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হবে এমন আশঙ্কা ছিল। বঙ্গবন্ধু যে আস্থা ও সাহসিকতার সাথে দেশের স্বাধীনতা ও উন্নয়নের নেতৃত্ব দিয়েছেন, শেখ হাসিনাও একইভাবে নেতৃত্ব দিচ্ছেন। আজকের তরুণরা ভাগ্যবান, তাকে নেতা হিসাবে পেয়েছে।

জনগণকে স্বাধীনতার সুফল

দিতে হবে : পরিবেশ মন্ত্রী

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, স্বাধীনতা ও স্বাধীনতা উত্তর রাজনীতি এক হওয়া উচিত নয়। আমরা স্বাধীনতা অর্জন করেছি, শুধু স্বাধীনতার মধ্যেই এই অর্জন সীমাবদ্ধ নয়। জনগণকে স্বাধীনতার সুফল দিতে হবে। দেশ উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে। শিক্ষা কৃষি বিদ্যুত্ যোগাযোগসহ সব খাতেই দেশ এগিয়েছে। বিভিন্ন জনপদের চেহারাই পাল্টে গেছে। প্রতিটি উপজেলা এখন শহরে পরিণত হয়েছে।

তিনি বলেন, আমি একাধিক সরকারে ছিলাম; কিন্তু এত আত্মবিশ্বাস ও প্রত্যয় নিয়ে আমি কখনো কাজ করিনি। বাংলাদেশের উন্নতি দেখার জন্য এখন আর পরিসংখ্যান ঘাটতে হয় না। মানুষ ও জনপদের দিকে তাকালেই চলে। তিনি বলেন, ‘সুশাসন রাষ্ট্রপরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রতিনিধিরা জনগণের চাহিদা বোঝেন। দেশের মানুষের উন্নয়ন ও শান্তির জন্য স্থিতিশীলতা প্রয়োজন’।

তিনি বলেন, একদিকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, অন্যদিকে আর্থিক সক্ষমতা অর্জন করেছি। পদ্মা সেতু এবং জলবায়ু ট্রাস্ট ফান্ড এর উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে বিএডিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, সদস্য পরিচালক ড. মো. সাইদুর রহমান সেলিম. উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষিসচিব অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ১২ কোটি টাকা ব্যয়ে পরিবেশবান্ধব ড্যাম নির্মাণের ফলে নালিতাবাড়ি উপজেলার নন্নী, রাজনগর ও বাঘবেড় ইউনিয়নসহ আশেপাশের প্রায় ১৮শ কৃষক সেচসুবিধায় উপকৃত হবেন। এতে প্রায় ৭শ হেক্টর জমি সেচসুবিধা পাবে আর নতুন করে আবাদের আওতায় আসবে প্রায় ৭০ হেক্টর জমি। এতে উত্পাদিত হবে অতিরিক্ত ফসল।

নদী শাসন ও পানির ধারণ ক্ষমতা বাড়াতে এবং উজান পর্যন্ত পানি পৌঁছাতে রাবার ড্যামের স্থান থেকে উজানে ২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৮ কিলোমিটার নদী খনন কাজ সম্পন্ন করা হয়েছে। নদী পাড়ে গড়ে তোলা হচ্ছে হাইটেক পার্ক। লাগানো হবে পরিবেশ বান্ধব নানা প্রজাতির গাছ-গাছালি।

বাংলাদেশ সময়: ০:৩৯:২৬   ৩৯১ বার পঠিত