রবিবার, ১৫ মে ২০১৬
সুয়ারেজের হ্যাটট্রিকে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
Home Page » খেলা » সুয়ারেজের হ্যাটট্রিকে লা লিগা চ্যাম্পিয়ন বার্সাবঙ্গ-নিউজঃ একটা সময় বার্সেলোনার লা লিগা জয়টা একচেটিয়াই হবে মনে হয়েছিল। কিন্তু শেষে এসে বার্সার টানা হারে শিরোপায় রীতিমতো হাত বসিয়ে দিয়েছিল রিয়াল আর অ্যাটলেটিকো মাদ্রিদ।অবশ্য শনিবার শেষ ম্যাচে উরুগুইয়ান গোল মেশিন লুইস সুয়ারেজের হ্যাটট্রিক গোলে গ্রানাডাকে হারিয়ে টানা লা লিগা শিরোপা জিতে নিয়েছে লুই এনরিকের শিষ্যরা।
এনিয়ে টানা দ্বিতীয়বার লা লিগা জিতে নিল বার্সা। এটি লা লিগায় তাদের ২৪তম শিরোপা। এবারের শিরোপা মিশনে ৪০টি গোল করেন সুয়ারেজ। সর্বাধিক গোলের পুরস্কার উঠেছে তার হাতেই।
শিরোপা নিশ্চিতের ম্যাচে ২২ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ। এরপর ৩৮ মিনিটে তার দ্বিতীয় গোলে ২-০ ব্যবধানে বিরতিতে যান লিওলেন মেসিরা।
খেলার ৮৬ মিনিটে গ্রানাডার কফিনে শেষ পেরেক ঠুকে দেন গোল মেশিন সুয়ারেজ। তার হ্যাটট্রিকে ৩-০ তে জয় নিয়ে লা লিগার ২৪তম শিরোপা উৎসবে মাতে কাতালানরা।
দিনের অপর ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিরুদ্ধে ২-০ গোলের জয়টি আফসোস হয়ে থাকলো রিয়াল মাদ্রিদের জন্য। গ্রানাডার কাছে বার্সা হারলেই কেবল এ জয় কাজে আসতো জোড়া গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
বাংলাদেশ সময়: ০:২০:৩০ ৪২৩ বার পঠিত