বৃহস্পতিবার, ১২ মে ২০১৬

অভিশংসনের মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ

Home Page » এক্সক্লুসিভ » অভিশংসনের মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ
বৃহস্পতিবার, ১২ মে ২০১৬



dilma-rusef.jpgবঙ্গ-নিউজঃ বিচারের মুখোমুখি হতে চলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। তাঁকে সংসদীয় বিচারের মুখোমুখি করার পক্ষে ভোট দিয়েছে দেশটির সিনেট।

দিলমা রুসেফকে অভিশংসনের পক্ষে রায় দিয়েছে সিনেটের ৫৫ জন সদস্য। তবে এর সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছেন ২২ জন। এর ফলে প্রেসিডেন্ট রুসেফকে এখন তার পদ থেকে সরে দাঁড়াতে হবে।

দিলমা রুসেফের বিরুদ্ধে বিপুল বাজেট ঘাটতি গোপন করে রাখার অভিযোগ আনা হয়েছে। তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন রুসেফ।
উল্লেখ্য, দিলমা রুসেফ ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট।

প্রায় তের বছর আগে ব্রাজিলে ক্ষমতায় আসে বামপন্থীরা। বামপন্থীরা ক্ষমতায় এসেই দেশটিতে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করেন। কোটি কোটি মানুষকে দরিদ্রতাঁর কবল থেকে মুক্ত করা হয়।

দিলমা রুসেফ ২০১১ সালে ক্ষমতায় আসেন। এবার সম্ভবত দেশটিতে রুসেগ যুগের অবসান ঘটতে চলেছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:০১   ৪৭২ বার পঠিত