বৃহস্পতিবার, ১২ মে ২০১৬

ডেনিমে সম্ভাবনা দেখছেন ক্রেতারা

Home Page » অর্থ ও বানিজ্য » ডেনিমে সম্ভাবনা দেখছেন ক্রেতারা
বৃহস্পতিবার, ১২ মে ২০১৬



বিশ্ববাজারে বাংলাদেশি ডেনিম পোশাকের অনেক সম্ভাবনা দেখছেন বিদেশি ক্রেতারা। তাদের মতে, বিশ্বমানের ডেনিম তুলনামূলক কম দামে সরবরাহ হচ্ছে এখান থেকে। এ বিবেচনায় প্রতিযোগিতামূলক বাণিজ্যে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। তবে পরিবেশসম্মত উৎপাদনে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ঢাকায় ডেনিম পণ্য প্রদর্শনী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ দিগন্ত ২০২১’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে গতকাল সোমবার দুই দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে। বাংলাদেশ ডেনিম এক্সপার্ট প্রদর্শনীর আয়োজন করেছে। বিজিএমইএ সহ-সভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশে এইচ অ্যান্ড এমের আঞ্চলিক প্রধান রজার হাবার্ট, জিনোলোজিয়ার পরিচালক জর্ডি জোয়ানিসহ বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের প্রতিনিধিরা এবং আয়োজক ডেনিম এক্সপার্টের এমডি ও ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা মোস্তাফিজ উদ্দীন। বিদেশি কূটনীতিকদের মধ্যে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারে মায়াদুন উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ না নিলেও সাংবাদিকদের মায়াদুন বলেন, ডেনিমে এগোচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মানের এ প্রদর্শনীর মাধ্যমে বিদেশিরা এ দেশের ডেনিম সম্পর্কে ইতিবাচক ধারণা পাবেন।

বাংলাদেশ সময়: ১:০৮:৫০   ৪১৮ বার পঠিত