সোমবার, ৯ মে ২০১৬

নির্বাচনে এত রক্তপাত: বিএনপি

Home Page » জাতীয় » নির্বাচনে এত রক্তপাত: বিএনপি
সোমবার, ৯ মে ২০১৬



akhaura-7-5-pic3_534.jpgবঙ্গ-নিউজঃপ্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সংবিধান বহির্ভূত বেআইনি কাজ করায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এত রক্তপাত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আমরা মোটেও নির্লিপ্ত নই: সিইসি

চতুর্থ দফার ইউপি ভোটে সংঘাতে নিহত ৬

রোববার এক সংবাদ সম্মেলনে চলমান ইউপি নির্বাচনের প্রসঙ্গ তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “চার ধাপে এ পর্যন্ত ৭৯ জনের প্রাণ ঝরে গেছে। অথচ রকিবউদ্দিন সাহেব এটাকে পানিভাত মনে করছেন। দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তা ছিলেন তিনি। এখন তার বক্তব্য ও কর্মকাণ্ড একেবারেই ভাঁড়ের পর্যায়ে উপনীত হয়েছে।”

সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান হয়েও কাজী রকিব বেআইনি কাজ করেছেন অভিযোগ করে তিনি বলেন, “সিইসি হিসেবে রকিবউদ্দীন আহমদ সাংবিধানিক দায়িত্ব পালন করেননি। তিনি সংবিধান বহির্ভূত বেআইনি কাজ করেছেন বলেই নির্বাচনে এতো রক্তপাত, সহিংসতা ও লোকক্ষয় হয়েছে।

“নির্বাচনী ব্যবস্থার বিকৃত স্বাস্থ্যবর্ধনে বর্তমান সিইসি যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে কালিমালিপ্ত কলঙ্কিত অধ্যায় হিসেবেই বিবেচিত হবে।”

শনিবার চতুর্থ ধাপে ৭০৩ ইউপির ভোট শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এ ধাপেও কয়েকটি বিচ্ছিন্ন ও দুঃখজনক ঘটনা ঘটেছে। গোলযোগ, সংঘর্ষ ও হতাহতের ঘটনা ছাড়া সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে গণমাধ্যমেও বলা হয়েছে।”

অনিয়ম ও নিয়ন্ত্রণবহির্ভূত হওয়ায় ৫১টি ভোটকেন্দ্রের ভোট বন্ধ করা হয় জানিয়ে তিনি বলেন, “ইসি নির্লিপ্ত নয়, বরং অভিযোগ ও গণমাধ্যমের খবরের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূলের এই নির্বাচনে এবারই প্রথম চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে।

ছয় ধাপের এ ভোটের জন্য গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের তফসিল ঘোষণা হয়। ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটের মধ্য দিয়ে এ নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির।

বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চতুর্থ ধাপের নির্বাচন নিয়ে সিইসির বক্তব্যে জাতি ‘হতবাক’ হয়েছে বলেও মন্তব্য করেন রুহুল কবীর রিজভী।

“ইউপি নির্বাচন নিয়ে গতকালই সহিংসতাই ৮ জনের প্রাণ গেছে। এরপরও নির্বাচন সুষ্ঠু হয়েছে- সিইসির এই বক্তব্যে গোটা জাতি হতবাক হয়েছে।

“প্রাণহানি ও রক্তপাতের বিভৎস পৈশাচিক যে নির্বাচন দেশবাসী প্রত্যক্ষ করেছে তাকে আমলে না নিয়ে সিইসি যে বক্তব্য দিয়েছেন, তা কোনো সুস্থ বোধসম্পন্ন মানুষের পক্ষে বলা সম্ভব কি না- এটি দেশের মানুষের কাছে আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৫৪:০০   ৩৮৩ বার পঠিত