সোমবার, ৯ মে ২০১৬

মিল্ক ভিটার মতোই দেখতে অন্য কোম্পানির দুধের প্যাকেট!

Home Page » ফিচার » মিল্ক ভিটার মতোই দেখতে অন্য কোম্পানির দুধের প্যাকেট!
সোমবার, ৯ মে ২০১৬



milk-vita-same-pak-pic-03.jpgবঙ্গ-নিউজঃমিল্ক ভিটার মতোই দেখতে অন্য কোম্পানির দুধের প্যাকেট সাংবাদিকদের দেখাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

মিল্ক ভিটার মতোই দেখতে অন্য কোম্পানির দুধের প্যাকেট সাংবাদিকদের দেখাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
সমবায় প্রতিষ্ঠান মিল্ক ভিটার মতো মোড়ক তৈরি করে বাজারে দুধ বিক্রি করছে, এমন ১২টি কোম্পানির খোঁজ পেয়েছে সরকার।

এসব কোম্পানির দুধের মান নিয়ে প্রশ্ন তুলে সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

সচিবালয়ে রোববার এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বাজার থেকে সংগ্রহ করা আধা সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার প্যাকেটের মতোই দেখতে সাতটি কোম্পানির দুধের প্যাকেট সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন প্রতিমন্ত্রী।

আফতাব, ডেইরী ফ্রেশ, ঢাকা প্রাইম, মিল্ক ফ্রেশ, আল্ট্রা মিল্ক, রিয়াল মিল্ক ও পিউরা মিল্কের প্যাকেট দেখতে মিল্ক ভিটার মোড়কের মতোই। মোড়কের আকার, আয়তন ছাড়াও এতে রঙের ব্যবহারও এক।

মিল্ক ভিটার মতোই দেখতে অন্য কোম্পানির দুধের প্যাকেট সাংবাদিকদের দেখাচ্ছেন প্রতিমন্ত্রী

মিল্ক ভিটার মতোই দেখতে অন্য কোম্পানির দুধের প্যাকেট সাংবাদিকদের দেখাচ্ছেন প্রতিমন্ত্রী

রাঙ্গা বলেন, “১৩টি কোম্পানির প্রোডাক্ট একই ধরনের মোড়কে। মিল্ক ভিটার মতো করে (প্যাকেট তৈরি করে) তারা বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে।”

একই ধরনের প্যাকেট তৈরি করে দুধ বিক্রির বিষয়ে র‌্যাব মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “মিল্ক ভিটার মতো প্যাকেট দুধ বাজারজাত করে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে, আমরা ব্যবস্থা নেব।”

ওইসব কোম্পানির দুধ পরীক্ষার জন্য বিএসটিআই-এ পাঠানো হবে জানিয়ে রাঙ্গা বলেন, যারা ট্রেড মার্ক দেয় তাদেরও বিষয়টি জানাব। কেউ যাতে নকল দুধ তৈরি করতে না পারে আমরা সেদিকে নজর দিয়েছি।

“আমার ধারণা তারা (১২টি কোম্পানি) ভেজিটেবল ফ্যাট বা অন্য কিছু মিশিয়ে…।”

মিল্ক ভিটার দুধে কোনো ‘প্রিজারভেটিভ’ থাকে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো কেমিকেল বা ভেজাল দিয়েও মিল্ক ভিটা উৎপাদন হয় না।

দেখতে মিল্ক ভিটার মতো হলেও এগুলো অন্য কোম্পানির দুধের প্যাকেট

দেখতে মিল্ক ভিটার মতো হলেও এগুলো অন্য কোম্পানির দুধের প্যাকেট

যে প্রক্রিয়ায় মিল্ক ভিটা দুধ প্রক্রিয়াজাত করে বাংলাদেশের দু/একটি কোম্পানি বাদে অন্য কারও কাছেই এ ধরনের প্রযুক্তি নেই দাবি করে রাঙ্গা বলেন, একই ধরনের প্যাকেট ব্যবহার করে দুধ বিক্রি করলেও তাদের কাছে দুধের ব্যাকটেরিয়া ধ্বংসের প্রযুক্তি নেই।

মিল্ক ভিটার লোগো দেখে সবাইকে দুধ কেনার অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “মিল্ক ভিটার উদ্দেশ্য লাভ করা নয়, পুষ্টিকর শিশুখাদ্য আমরা সরবারহ করতে চাই।”

মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু বলেন, “একই ধরনের প্যাকেট করার জন্য আমরা আইনগত ব্যবস্থা নেব। প্রথমে উকিল নোটিস দেব, পরে মামলা করব।”

বাংলাদেশের কয়েকটি কোম্পানি বাজারে চাহিদার মাত্র ২০ ভাগ দুধ সরবরাহ করতে পারছে বলেনও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৩৫   ৩৯৮ বার পঠিত