রবিবার, ৮ মে ২০১৬
আ. লীগ ৪৪০, বিএনপি ৭ ৪র্থ ধাপে ।
Home Page » আজকের সকল পত্রিকা » আ. লীগ ৪৪০, বিএনপি ৭ ৪র্থ ধাপে ।বঙ্গ-নিউজঃইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬৪৯ ইউপির ভোটের ফল এসেছে; আগের তিন ধাপের মতোই অধিকাংশ স্থানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা।
চতুর্থ দফার ইউপি ভোটে সংঘাতে নিহত ৬
ধানের শীষের আড়াই গুণ বেশি ভোট নৌকার
রোববার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনে ভোটের ফল আসা এসব ইউপির মধ্যে ৪০৫টিতে জয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা; অন্যদিকে বিএনপির প্রার্থীরা ৭০টিতে নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকের ৩৫ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় আওয়ামী লীগের মোট ৪৪০ জন চেয়ারম্যান হয়েছেন এই ধাপে।
এছাড়া ১৬১ ইউপিতে স্বতন্ত্র এবং ১০ ইউপিতে জাতীয় পার্টির প্রার্থীরা চেয়ারম্যান হয়েছেন।
শনিবার দেশের ৪৭ জেলার ৭০৩ ইউনিয়ন পরিষদে বিক্ষিপ্ত গোলযোগের মধ্যে যে ভোট হয়েছে, তাতে এক কোটি ১৫ লাখ ৫০ হাজার ৮৫৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৯ লাখ ৪৭ হাজার ৭৪০ জন।
সেই হিসাবে ৭৭ দশমিক ৪৬ শতাংশ ভোট বাক্সে পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
ইসির জনসংযাগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, “মাঠ পর্যায় থেকে পাঠানো ফলাফল একীভূত করে কমিশনের অনুমোদনের জন্য দেওয়া হবে। পরে আনুষ্ঠানিকভাবে সার্বিক তথ্য প্রকাশ করা হবে।”
ইসি কর্মকর্তারা জানান, শনিবার অনিয়মের কারণে ভোট কেন্দ্র বন্ধ হওয়ায় ২০টি ইউপির সংশ্লিষ্ট কেন্দ্রে পুনঃভোট করতে হবে।
চতুর্থ ধাপের ভোটের হিসাব
ভোট পড়েছে ৭৭.৪৬%
ফল ঘোষণা হয়েছে ৬৪৯ ইউপির
আওয়ামী লীগ পেয়েছে ৪৩.৭৬% ভোট
বিএনপি পেয়েছে ১৮.৮৫% ভোট
স্বতন্ত্র প্রার্থীরা ভোট পেয়েছেন ৩৩.১৯% ভোট
চার ধাপের ফল
স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূলের এই নির্বাচনে চেয়ারম্যান পদে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হচ্ছে। ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন ঘিরে সংঘাত সহিংসতায় প্রাণ গেছে অন্তত ৭৮ জনের।
দেশের চার হাজারেরও বেশি ইউপি’র মধ্যে নির্বাচনযোগ্য আড়াই হাজারের মতো ইউনিয়ন পরিষদের ভোট শেষ হয়েছে চারটি ধাপে।
নির্বাচন কমিশনের হিসাবে প্রথম ধাপে ৭৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ, তৃতীয় ধাপে ৭৬ শতাংশ এবং চতুর্থ ধাপে ৭৭ শতাংশ ভোট পড়েছে।
প্রথম ধাপের চূড়ান্ত ফলে আওয়ামী লীগের ৪৯৪ জন ও বিএনপির ৫০ জন চেয়ারম্যান হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ১০৯ ইউপিতে। আর আওয়ামী লীগের ৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দ্বিতীয় ধাপে নৌকা প্রতীকের ৪১৯ জন ও ধানের শীষের ৬৩ জন বিজয়ী হন। ১১৭ ইউপিতে জয় পান স্বতন্ত্র প্রার্থীরা। এ ধাপে আওয়ামী লীগের ৩৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তৃতীয় ধাপের ভোটে আওয়ামী লীগের ৩৬৬ জন চেয়ারম্যান হয়েছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯ জন। এ ধাপে বিএনপি প্রার্থীরা ৬০টি ইউপিতে জয় পেয়েছেন; স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন ১৩৯ ইউপিতে।
চতুর্থ ধাপে নৌকা প্রতীকের ৪০৫ জন জয়ী হয়েছেন। এর সঙ্গে যোগ হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩৫ জন।
বিএনপির ৭০ জন ও ১৬১ জন স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন এ ধাপে।
আগামী ২৮ মে ৭৩৩ ইউপিতে এবং শেষ ধাপে ৪ জুন ৭২৪ ইউপিতে ভোট করার পরিকল্পনা রয়েছে ইসির
বাংলাদেশ সময়: ১৯:০১:০৪ ৪৫৫ বার পঠিত