
সোমবার, ২ মে ২০১৬
১১ মে এসএসসির ফল প্রকাশ
Home Page » প্রথমপাতা » ১১ মে এসএসসির ফল প্রকাশ বঙ্গ-নিউজঃ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৬ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে ১১ মে।
শিক্ষা সচিব সোহরাব হোসাইন সোমবার বিকালে বঙ্গ-নিউজ ডটকমকে জানান, ওইদিন সব বোর্ডের ফল একযোগে ঘোষণা করা হবে।
রেওয়াজ অনুযায়ী, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ১১ মে শিক্ষামন্ত্রী গণভবনে যাবেন এবং প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের কপি হস্তান্তর করবেন।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী। এরপরেই শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা হয়েছে এবার। ব্যবহারিক পরীক্ষা হয় ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত।
দেশের ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে এবার ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন এবার এ পরীক্ষায় অংশ নিয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এবার ১০ বা ১১ মে এসএসসির ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। এরপর প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে মন্ত্রণালয় তারিখ চূড়ান্ত করে
বাংলাদেশ সময়: ১৭:৪৪:৩৫ ৪২৪ বার পঠিত