মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬

ক্ষুদ্রঋণ কার্যক্রমে ড. ইউনূসের সহায়তা চায় চীন

Home Page » অর্থ ও বানিজ্য » ক্ষুদ্রঋণ কার্যক্রমে ড. ইউনূসের সহায়তা চায় চীন
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬



ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তরান্বিত করতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সহায়তা চেয়েছে চীন।শুক্রবার ইউনূস সেন্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনের (সিবিআরসি) ভাইস চেয়ারম্যান লিজেন গুয়োর নেতৃত্বে প্রতিনিধি দল ড. ইউনূসের সঙ্গে দেখা করেন।

এ সময় গুয়ো জানান, চীন সরকার দেশটির গ্রামাঞ্চলে বিশেষ করে নারীদের মধ্যে ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারিত করার জন্য দারিদ্র বিমোচন ও ক্ষুদ্রঋণকে গুরুত্ব দিচ্ছে। এ জন্য তারা ড. ইউনূসের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়।

ড. ইউনূসকে চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনের সঙ্গে একযোগে চীনে পরীক্ষামূলক গ্রামীণ কর্মসূচি প্রতিষ্ঠা করার আমন্ত্রণ জানান গুয়ো।

ড. ইউনূস বলেন, চীনে ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রামীণ চায়না প্রফেসর ইউনূসের পক্ষে চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনের সঙ্গে কাজ করবে।

লিজেন গুয়োর সঙ্গে ছিলেন চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনের অভ্যন্তরীণ বিভাগের মহাপরিচালক ওয়েনজং ফ্যান, কমিশনের চাইনিজ ফাইনান্সিয়াল সিস্টেম ফর ইউথ ফেডারেশনের চেয়ারম্যান হং গুয়ো, কমিশনের পরিদর্শন বু্যরোর উপ-পরিচালক, আন্তর্জাতিক বিভাগের উপ-পরিচালক পিংপিং জান এবং গুয়োর সহকারী ওয়েই উ।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:২৪   ৩১৩ বার পঠিত