বুধবার, ২০ এপ্রিল ২০১৬

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন

Home Page » শিক্ষাঙ্গন » ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন
বুধবার, ২০ এপ্রিল ২০১৬



 faridpur-engineering-college

বঙ্গ-নিউজ ডটকমঃ
ইয়ার ড্রপ পদ্ধতি বাতিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যায় ব্যাকলগ পদ্ধতি চালু করা এবং সঠিক সময়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের দাবিতে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১১টায় বায়তুল আমানস্থ কলেজের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শত শত শিক্ষার্থীরা। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। দাবি মেনে নেয়া না হলে আগামীতে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:০৯   ৪৫৩ বার পঠিত