মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১২

বাংলা ভাষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে শিশুরা

Home Page » শিশু-কিশোর » বাংলা ভাষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে শিশুরা
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১২



বাংলা ভাষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে শিশুরা। দিন-রাত বিদেশি ভাষার টিভি চ্যানেলে, বিশেষ করে হিন্দি ভাষার কার্টুন দেখে তাদের মধ্যে বিদেশি ভাষার প্রতি আগ্রহ বাড়ছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, বাংলা ভাষার জন্য তাদের মধ্যে ভালোবাসা গড়ে তুলতে বাবা-মা সহ পরিবারের সদস্যদের সচেতন হওয়া ছাড়া বিকল্প নেই। ফারাবী হাফিজের রিপোর্ট।

চারবছরের নুবালার সকাল শুরু হয়, ডোরেমন দেখে। ঘুমানোর আগ পর্যন্ত তার ধ্যান-জ্ঞান এই কার্টুন। হিন্দি ভাষায় অনুবাদ করা জাপানি এই কার্টুন দেখে দেখেই ওর এখন হিন্দিতে কথা বলতেই বেশি ভালো লাগে।

মূলত স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমেই, দেশের শহুরে মধ্যবিত্ত পরিবারের বাচ্চাদের মধ্যে চলছে হিন্দি ভাষার চর্চা। শুধু বাচ্চারা কেন মায়েরাও হিন্দি চ্যানেল যেভাবে দেখছেন, তাতে তাদের কারো কারো কাছেও বাংলার চাইতে হিন্দি ভাষাকে ভালো মনে হচ্ছে।

তবে সমাজবিজ্ঞানীরা বলছেন, যেহেতু বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা নেই বললেই চলে, তাই বেশিরভাগ সময়ই তারা ডুবে থাকছে বিদেশি ভাষার টিভি চ্যানেলের কার্টুন এর ভেতর।

তিনি জানান, বাংলা ভাষা-সংষ্কৃতি সম্পর্কে শিশুদের আগ্রহ তৈরি করার বিষয়ে বড়রা নিজেরা আগে সচেতন হয়ে, শিশুদের জন্য কিছু করার চেষ্টা করলে, সমস্যা কিছুটা হলেও এড়ানো সম্ভব।

বাংলাদেশ সময়: ৩:০২:১৭   ৫৪৮ বার পঠিত