সোমবার, ১৮ এপ্রিল ২০১৬
২০ বিদেশি নাগরিক শনাক্ত
Home Page » জাতীয় » ২০ বিদেশি নাগরিক শনাক্তবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িত ২০ বিদেশি নাগরিককে শনাক্ত করেছে সিআইডি। জড়িতরা ফিলিপাইন, চিন, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের নাগরিক।আজ সোমবার মালিবাগে সিআইডির কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত তদারকি কর্মকর্তা সিআইডির অ্যাডিশনাল ডিআইজি মো. শাহ আলম এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে সিআইডির অ্যাডিশনাল ডিআইজি জানান, শুধু বিদেশি নয়, এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তাও জড়িত রয়েছেন। হ্যাকিংয়ের মাধ্যমে তারা চুরি সম্পন্ন করেছেন।
তিনি জানান, এই চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বড় একটি অংশের দায়িত্বে অবহেলার প্রমাণও পাওয়া গেছে। তাদের এই দায়িত্ব অবহেলা ফোজদারি অপরাধ কিনা, সেটা খুঁজে বের করতে আরও কিছু সময় লাগবে।
ব্রিফিংয়ে গত ১৫ এপ্রিল ১০ দিনের তদন্ত শেষে ফিলিপাইন ও শ্রীলঙ্কা থেকে সিআইডির দুইটি তদন্তকারী দল দেশে ফিরে এসেছে বলেও জানান মো. শাহ আলম।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের মোট ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। চুরি হওয়া অর্থের মধ্যে ফিলিপাইনে যায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। ফিলিপাইন থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ৫৪ লাখ ৬০ হাজার ডলার। আর বাকি দুই কোটি ডলার যায় শ্রীলংকায়। শ্রীলংকায় যাওয়া অর্থ বাংলাদেশকে ফেরত দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:৩৮:৪৮ ৩৩৬ বার পঠিত