বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬

উৎসব মুখর বর্ষবরণঃ১৪২৩

Home Page » জাতীয় » উৎসব মুখর বর্ষবরণঃ১৪২৩
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬



capture.JPG

করবী ঘোষ;বঙ্গ-নিউজঃ ১৪২৩ আরেকটি বাংলা বছরের শুরু।বাংলা বছরের প্রথমদিনটি একটু বিশেষভাবে উদযাপন করা বাঙ্গালীর জন্য একটি অপেক্ষার অবসান। বাংলা নববর্ষ, বাঙ্গালী সংস্কৃতির একটি বিপ্লব বলা যায়। বংলা নববর্ষকে স্বাগত জানাতে আজ ঢাকার রাজপথে দেখা যায় বহু মানুষের ঢল । তবে অন্য বছরের তুলনায় এবার মানুষের উপস্থিতি কমই বলা যায়। বাংঙ্গালী খাবার ও পোশাকের বৈচিত্র দেখা যায় খুব স্বভাবিকভাবেই। উৎসবের ভিন্নতায় যেমনি রঙের ভিন্নতা লক্ষ্যনীয় কিন্তু সময়ের সাথে সাথে এতেও পরিবর্তন ঘটেছে।যেমন- আগে পহেলা বৈশাখ মানে শুধু লাল-সাদা রঙ্গকেই প্রাধান্য দেওয়া হত। এবারের পহেলা বৈশাখে আইন শৃঙ্খলাবাহিনীর অনেক তৎপরতার দেখা যায়; কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায় নি ।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫৫   ৪৮৪ বার পঠিত