মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
কঠোর ব্যবস্থা নিবেন শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নিলে : সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের
Home Page » এক্সক্লুসিভ » কঠোর ব্যবস্থা নিবেন শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নিলে : সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরবঙ্গ-নিউজ ডটকমঃ সরকারি পরিবহন বিআরটিসিসহ অন্যান্য বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের । রাজধানীর বিআরটিসি কার্যালয়ে ডিপো ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।ছাত্র-ছাত্রীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হয় না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারি পরিবহন বিআরটিসিসহ অন্যান্য বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে হবে। না নিলে সঙ্গে সঙ্গে অভিযোগ করবেন। ব্যবস্থা নেয়া হবে । কিন্তু কোথায় অভিযোগ জানাতে হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মন্ত্রী।
সড়কমন্ত্রী বিশেষায়িত বাস সম্পর্কে বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৬টি রুটে ১৩টি বিশেষায়িত মহিলা বাস চলাচল করছে। এছাড়া বিআরটিসির সব বাসে মহিলাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে । এর প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এসব বাস কী শুধু কেতাবে আছে, নাকি গোয়ালেও আছে। অর্থাৎ বাস ঠিক মতো চলাচল করছে কিনা ।
বৈঠকে ডিপো ব্যবস্থাপকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিভিন্ন রুটে বিআরটিসি অতিরিক্ত ভাড়া আদায় করছে। এসব অচিরেই বন্ধ করতে হবে। না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:১৭:৪৮ ৪১০ বার পঠিত