রবিবার, ১০ এপ্রিল ২০১৬

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ

Home Page » সংবাদ শিরোনাম » সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ
রবিবার, ১০ এপ্রিল ২০১৬



 sondorbon_123356

জেলার মংলা পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের শ্যালা নদী থেকে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী। অপহৃত জেলেদের বাড়ি মংলার চিলা এলাকায়। রোববার ভোরে সুন্দরবনের শ্যালা নদীতে মাছ ধরার সময় এই অপহরনের ঘটনা ঘটে। এ সময় বনদস্যু সাগর বাহিনী জেলেদের উপর হামলা চালিয়ে ৫ জেলেকে অপরহণ করে নিয়ে যায়, তারা ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবি করে জেলে পরিবার ও মহাজনদের থেকে। জেলে ও মহাজন সূত্র জানায়, দস্যুরা অন্যান্য মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে জাল, তেল, চাল-ডালসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। এ সময় দস্যুদের মারধরে কয়েকজন জেলে গুরুতর আহত হয়েছে বলেও জানায় ফিরে আসা জেলেরা। অপহৃত ৫ জেলের বাড়ি মংলার চিলা ইউনিয়নের চিলা গ্রামে। এছাড়া বনদস্যু সাগর বাহিনীর প্রধান সাগরের বাড়ীও একই ইউনিয়নের গাববুনিয়া গ্রামে।

বাংলাদেশ সময়: ১৩:১৭:৪৮   ২০৫ বার পঠিত