বুধবার, ৬ এপ্রিল ২০১৬
৯৩ হাজার ৮৯৫ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন
Home Page » অর্থ ও বানিজ্য » ৯৩ হাজার ৮৯৫ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন বঙ্গ-নিউজ ডটকমঃ বাস্তবায়ন অগ্রগতি হতাশাব্যঞ্জক হওয়ায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বড় ধরনের ব্যয় ছেঁটে ফেলা হয়েছে।
সংশোধনের মাধ্যমে এডিপি ১ লাখ ৯৯৭ হাজার কোটি টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৯৩ হাজার ৮৯৪ কোটি ৬৮ লাখ টাকা। অর্থাৎ সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) ব্যয় নির্ধারণ চূড়ান্তভাবে ছেঁটে দেয়া হয় ৭ হাজার ১০৩ কোটি টাকা। যেখানে মূল এডিপি ৯৭ হাজার কোটি টাকা থেকে নামিয়ে ৯১ হাজার কোটি টাকা করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় অর্থনেতিক পরিষদের (এনইসি) বৈঠকে এই আরএডিপির অনুমোদন দেয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।
বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, আরএডিপির বরাদ্দের মধ্যে সরকারের নিজস্ব তহবিল এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে ৬৪ হাজার ৭৩৪ কোটি ৬৮ লাখ টাকা। অন্যদিকে বৈদেশিক সহায়তা থেকে ব্যয় করা হবে ২৯ হাজার ১৬০ কোটি টাকা। ব্রিফিংয়ে আরও জানানো হয়, সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন খাত। পরিবহন খাতে সংশোধিত এডিপির ২২ শতাংশ বা ১৯ হাজার ৬৭৪ কোটি টাকা বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে বিদ্যুৎ খাত। মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ঘোড়াশালের দুটি ইউনিটের রিপাওয়ারিং, পল্লী বিদ্যুতের ১৫ লাখ গ্রাহককে সংযোগ প্রদানসহ বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়নে এ খাতে ১৫ হাজার ৩০০ কোটি টাকা দেয়ার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে শিক্ষা ও ধর্ম খাত। শিক্ষার প্রসার ও গুণগত মানবৃদ্ধির লক্ষ্যে এ খাতে ৯ হাজার ৮৮২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এর আগে অর্থ বিভাগ থেকে সংশোধিত এডিপির আকার ৮৮ হাজার কোটি টাকা করার সুপারিশ দেয়া হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় ও বিভাগগুলো চাহিদার পরিপ্রেক্ষিতে সভায় এ বরাদ্দ বাড়ানো হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, আইএমইডির সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বরাদ্দ কোনো সমস্যা নয়, যে মন্ত্রণালয় ও বিভাগের যত চাহিদা রয়েছে সে অনুযায়ী ব্যয় করতে পারবে। প্রয়োজন হলে আরও বরাদ্দ দেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:২৬:২৬ ৩৬৪ বার পঠিত