বুধবার, ৬ এপ্রিল ২০১৬
হুমকির মুখে পুরান ঢাকার একটি ঐতিহ্যঃ বড় কাটরা
Home Page » এক্সক্লুসিভ » হুমকির মুখে পুরান ঢাকার একটি ঐতিহ্যঃ বড় কাটরাকরবী ঘোষ;বঙ্গ নিউজঃ পুরান ঢাকার চক বাজারে অবস্থিত এই মুঘল স্থাপত্যটি তৈরি হয় ১৬৪১ সালে। ঢাকার মধ্যে এটি মুঘল আমলের অন্যতম নিদর্শন।সম্রাট শাহজাহানের পুত্র, শাহ সুজার নির্দেশে এই স্থাপর্ত্য নির্মিত হয়েছিল,যা ওই সময়ে মুসাফিরখানা হিসাবে ব্যবহৃত হত।
কিন্তু বর্তমানে এই ঐতিহ্যবাহী স্থাপর্ত্যটি হুমকির মুখে, নেই রক্ষণাবেক্ষনের পর্যাপ্ত ব্যবস্থা। সেখানে মাদ্রাসা নির্মিত হয়েছে,তাই পর্যটনেরও সুযোগ নেই।সৌন্দর্যের কারণে যার নাম দেওয়া হয়েছিল “বড় কাটরা”,অথচ তার একটি সামান্য অংশ ধ্বংসাবশেষ হয়ে রয়ে গেছে। পর্যাপ্ত রক্ষনাবেক্ষনের অভাবে এটুকুও হয়ত থাকবে না।
বাংলাদেশ সময়: ১০:৫০:৪৫ ৪৪৪ বার পঠিত